ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাবনায় শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রকাশিত: ০৫:৪০, ১৩ মে ২০১৭

ভাবনায় শুধু চ্যাম্পিয়ন্স  ট্রফি

স্পোর্টস রিপোর্টার ॥ সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করা। কিংবা আয়ারল্যান্ডে শুক্রবার শুরু হওয়া তিনজাতি সিরিজ খেলা। সবকিছুই একটি লক্ষ্যকে কেন্দ্র করে। সেটি কী? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ দল এগিয়ে চলেছে। ভাবনায় শুধুই চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। শুক্রবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে তিনজাতি সিরিজের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের। সেই ম্যাচটিতে ওয়ানডের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খেলতে পারেননি। কারণ তিনি সেøা ওভার রেটের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে সেøা ওভার রেটে এক ওয়ানডেতে নিষেধাজ্ঞা পান। আইরিশদের বিপক্ষে তাই নিয়মিত অধিনায়ক মাশরাফিকে পায়নি দল। তার বদলে বাংলাদেশকে নেতৃত্ব দেন সহঅধিনায়ক সাকিব আল হাসান। তবে পরের ম্যাচেই মাশরাফি খেলবেন। তার এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষ। তাই ১৭ মে যে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ, সেই ম্যাচটিতে মাশরাফিকে নেতৃত্বে দেখা যাবে। তবে তিনজাতি সিরিজ শুরুর আগে কিন্তু মাশরাফিই সংবাদ সম্মেলনে অধিনায়কের দায়িত্বটা পালন করেছেন। নিয়ম হলো কোন টুর্নামেন্ট বা সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলন হয়। সেটা সিরিজ বা টুর্নামেন্টপূর্ব সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলনে অধিনায়কই থাকেন। যেহেতু পুরো সিরিজজুড়ে মাশরাফিই অধিনায়ক থাকছেন। সাকিব শুধু প্রথম ম্যাচটিতে মাশরাফির অনুপস্থিতিতে নেতৃত্ব দেন। তাই মাশরাফিই সংবাদ সম্মেলনে হাজির হন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই যে আসল দৃষ্টি দিচ্ছে বাংলাদেশ, তা বুঝিয়েও দেন মাশরাফি। আয়ারল্যান্ডে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ সিরিজ এটা। গত দুই-আড়াই বছরে আমরা খুবই ভাল খলেছি। সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও ভাল করেছি। ওখানে টেস্ট, ওয়ানডে ও টি২০তে জিতেছি। এখানেও ভাল করলে সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহায়তা করবে।’ তিনজাতি সিরিজে ভাল করতে পারলে র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে ওঠার পথও খোলা আছে বাংলাদেশের। এজন্য আয়ারল্যান্ডকে দুই ম্যাচে এবং নিউজিল্যান্ডকে এক ম্যাচে হারাতে হবে। তা করতে পারলে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতাও অর্জন করে ফেলতে পারে বাংলাদেশ। এমনকি নিশ্চিতই হয়ে যেতে পারে। বাংলাদেশ স্বাভাবিকভাবেই সেই বিষয়টিও মাথায় রাখছে। কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে ম্যাচ বাই ম্যাচ জেতার চিন্তা করাটাই ভাল। ক্রিকেটাররা তাই করতে চাইছে। তিনজাতি সিরিজে বাংলাদেশের সামনে বলতে গেলে নিউজিল্যান্ডই কঠিন প্রতিপক্ষ। আয়ারল্যান্ড সেই তুলনায় বাংলাদেশের চেয়ে দুর্বল দলই। তবে স্বাগতিক আয়ারল্যান্ডকেও হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই বলেই মনে করছেন মাশরাফি। ২০১০ সালে সর্বশেষ আয়ারল্যান্ড সফরে বেলফাস্টে আইরিশদের কাছে ৭ উইকেটে হারের স্মৃতি যে আছে। মাশরাফি তাই বলেছেন, ‘অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। নিজেদের মাঠে সবসময়ই ফুরফুরে মনে খেলা যায়। বিদেশের মাটিতে খেলা যে কোন দলের জন্যই চ্যালেঞ্জিং। আয়ারল্যান্ড ভাল খেলছে। তারা জানে নিজেদের কন্ডিশনে কিভাবে খেলতে হয়। কঠিনই হতে যাচ্ছে সিরিজ। তবে ম্যাচ জিততে আমাদের ভাল খেলতে হবে, সেরাটাই দিতে হবে।’ শতভাগ প্রস্তুতি নিয়েই বাংলাদেশ শুরু করেছে সিরিজটি। সাসেক্সে পুরোদমে প্রস্তুতি নিয়েছে দল। এরপর আয়ারল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচেও দুর্দান্ত খেলেছে বাংলাদেশ ক্রিকেটাররা। মাশরাফিকে এ বিষয়টিই আত্মবিশ্বাসী করে তুলেছে। তিনি জানিয়েছেন, ‘ইংল্যান্ডে এসেছি ১৫ দিন আগে। প্রস্তুতি ভালই নিয়েছি। গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা সবাই ফিট আছে। যতটা পেরেছে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে। ইংল্যান্ডে যখন এসেছিলাম ঠা-া ছিল বেশি। এখন আবার আবহাওয়াটা একটু ভাল। আবহাওয়া এমন থাকলে আমাদের জন্য ভালই হবে। আমাদের ১৮ খেলোয়াড় ভালভাবে প্রস্তুতি নিয়েছে। আশাকরি ভাল কিছুই হবে।’ ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে সেøা ওভার রেটের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মাশরাফি। একই বছর ১৭ এপ্রিল তাই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ নিষিদ্ধ থাকেন মাশরাফি। ম্যাচটি খেলতে পারেননি। এরপর দুই বছর পর মাশরাফি আবার কোন আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলতে পারলেন না। তাও একই কারণে। দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডে ক্রিকেটে মাশরাফিকে ছাড়া মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সর্বশেষ ম্যাচেও মাশরাফির পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পান সাকিব। এবারও তাই হলো।
×