ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪০, ১৩ মে ২০১৭

টুকরো খবর

পুলিশ ঘেরাও ॥ গুলিবিদ্ধ কিশোর সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১২ মে ॥ সিরাজগঞ্জের বেলকুচিতে রমজান আলী নামে মাদক বিক্রেতাকে আটক করতে গিয়ে স্বজনদের হামলা ও মারপিটের শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের পিস্তল কেড়ে নেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে গুলি বেরিয়ে কিশোর শুভ গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর চন্দনগাতী গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শুভ ওই গ্রামের জুয়েল আকন্দর ছেলে। তাকে গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুলার গুদামে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আনোয়ারা উপজেলায় একটি শিল্পকারখানার তুলার গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে সাদ-মুসা গ্রুপের কারখানায় এ ঘটনা ঘটে। জানা যায়, ৬টা ২০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই প্রতিষ্ঠানের ১০ লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১২ মে ॥ বৃহস্পতিবার টঙ্গীর সাতাইশ ও আউচপাড়ায় ৭শ’ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জানা গেছে, পৃথক অভিযান চালিয়ে সাতাইশ এলাকায় দুই কিলোমিটার এবং উত্তর আউচপাড়ায় আরও এক কিলোমাটার দীর্ঘ চোরাই গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক অজিত চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
×