ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেসবুক ভিডিও ॥ টঙ্গীতে তিন ছাত্র গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩৮, ১৩ মে ২০১৭

ফেসবুক ভিডিও ॥  টঙ্গীতে তিন ছাত্র গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১২ মে ॥ দশম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করায় ছাত্রীর তিন সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে টঙ্গী মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। জানা গেছে, টঙ্গীর শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ৩ ছাত্রী গত ২৬ এপ্রিল পরীক্ষা শেষে স্কুল থেকে বাসায় ফিরছিল। পথে স্কুল গেটের বাইরে এক ছাত্রী তার ছেলে সহপাঠীর হাত ধরে উলাস করে ঘনিষ্ঠভাবে হেঁটে যাচ্ছিল। অপর এক ছাত্র ওই ছাত্রীদের চড় মেরে দুষ্টুমি করছিল এবং একইভাবে অন্য ছাত্রীর হাত ধরে এগিয়ে যাচ্ছিল। এ সময় এসব দৃশ্য মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করে। পরে তাদের মধ্যে একজন এ ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে কয়েক ঘণ্টা পর তুলে নেয়। এ ঘটনায় পরদিন স্কুলে সংশ্লিষ্ট ছাত্রীদের অভিভাবক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে ওই ছাত্রদের বেত্রাঘাতের শাস্তি দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। ঘটনার প্রায় ১৫ দিন পর বৃহস্পতিবার আলোচিত ভিডিও ফেসবুকে আপলোড দিলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রীর বাবা সাত ছাত্রের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে টঙ্গী মডেল থানায় মামলা করেন। পুলিশ রাতেই টঙ্গীর শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর দুইজন ও টঙ্গী পাইলট স্কুল এ্যান্ড গার্লস কলেজের দশম শ্রেণীর এক মোট ৩ ছাত্রকে গ্রেফতার করে।
×