ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৩৭, ১৩ মে ২০১৭

টুকরো খবর

১৫ দিনেও খোঁজ মেলেনি যুবক সুমনের নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১২ মে ॥ পনেরো দিনেও খোঁজ মেলেনি ঠাকুরগাঁও শহরের নিশ্চিতপুর এলাকার খোকা মিয়ার ছেলে লামিদুল ইসলাম সুমনের (২৭)। গত ২৫ এপ্রিল চিকিৎসার জন্য হানিফ কোচে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। তারপর থেকে সুমনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সুমনের বিভিন্ন আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতাসম্পন্ন সুমনের সন্ধানের জন্য তার বাবা খোকা মিয়া ঠাকুরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু পুলিশও কোন সন্ধান দিতে পারছে না। সুমনের বাবা খোকা মিয়া জানান, ছেলে চিকিৎসার জন্য ঢাকায় যায়। কিন্তু যাওয়ার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ নিয়ে পরিবারের সবাই টেনশনে আছে। ছেলের চিন্তায় তার মা শয্যাসায়ী হয়ে পড়েছে। কুসিকের কাউন্সিলর গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১২ মে ॥ কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার শপথ নিতে তিনি ঢাকায় এলজিইডি ভবনে গেলে শপথের আগেই সেখান থেকে সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন জানান, বিভিন্ন অভিযোগে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় বৃহস্পতিবার সকালে ঢাকার এলজিইডি ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃত গোলাম কিবরিয়ার পরিবারের দাবি, তার বিরুদ্ধে সবগুলো মামলাতেই তিনি জামিনে আছেন। টেকনাফে অপহরণকারী স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, টেকনাফে স্কুলছাত্রীসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে টেকনাফ সদরের হাতিয়ারঘোনায় শফির বাড়ি থেকে জনতা-জনপ্রতিনিধির সহযোগিতায় তাকে আটক করে পুলিশ। মাত্র কয়েকদিন আগে সৌদি আরব থেকে এসে স্কুলে যাওয়ার পথে টেকনাফ গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে লম্পট ইসহাক। সে সাবরাং আচারবনিয়ার তৈয়বের ছেলে। শিশু ছাত্রীর বাবা ইসমাইল জানান, আত্মীয়তার সুযোগে আমার মেয়েকে স্কুলব্যাগ ও স্কুল ড্রেসসহ দুদিন পূর্বে অপহরণ করে নিয়ে যায় ইসহাক। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দাউদকান্দিতে গাঁজা বিক্রেতা নিজস্ব সংবাদদাতা দাউদকান্দি থেকে জানান, শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা এলাকায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে জহির উদ্দিন ও জামান হোসেনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-২৩-৭২৮১) তল্লাশি চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উপতলা গ্রামের আতর আলীর ছেলে জহির উদ্দিন ও কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জামান হোসেনকে আটক করে দাউদকান্দি মডেল থানায় আনা হয়। আওয়ামী লীগ নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১২ মে ॥ মঠবাড়িয়া থানা-পুলিশ হত্যার চেষ্টা মামলার আসামি দাউদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে মিরুখালী বাজার থেকে তাকে আটক করে পলিশ। মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারের রহিমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারিপ্রতিষ্ঠানের প্রতিনিধি মহিবুল্লাহ জমাদ্দারের কাছে স্থানীয় রাজু ও তার দলবল প্রতিমাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে মারধরের ঘটনায় মহিবুল্লাহ বাদী হয়ে আওয়ামী লীগ নেতা বজলুর অনুসারী রাজু, নুরুননবী আদনান গংদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি চাঁদা দাবি ও হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলায় স্থানীয় মামুন জমাদ্দার সাক্ষী হওয়ায় গত ১ মে বজলুর রহমানের নির্দেশে এবাদ আলী, মাহাবুব খলিফা ও তাদের ভাড়া করা দলবল সাক্ষী মামুনের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে ও তাদের বাড়িঘরে হামলা চালায়। অতিরিক্ত গরমে ছাত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১২ মে ॥ রাঙ্গামাটি নার্সিং ইনস্টিটিউটে গরমে এক ছাত্রীর মৃত্যু ও ২ছাত্রী আক্রান্ত হয়েছে। মঙ্গলবার মাহামুদা নামে নার্সিং দ্বিতীয় বর্ষের ছাত্রী রাঙ্গামাটি হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থা খারাপ দেখে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে একদিন পর সে মারা যায়। ঠিক বুধবার রাতে ফাতেমা ও তানিয়া রাঙ্গামাটি হাসপাতালে ভর্তি হয়। তানিয়ার অবস্থা খারপ হলে তাকেও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নার্সিং হোস্টেলে ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করে ওই ছাত্রী মারা গেছে বলে ডাঃ শহীদ জানান। ২৬৭ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২ মে ॥ নাটোরের গুরুদাসপুর পৌর মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লাসহ আওয়ামী লীগের ২৬৭ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পৌর মেয়রসহ আওয়ামী লীগের ৬৭ নেতাকর্মীর নামোল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলার মাসিক মিটিংয়ের নির্ধারিত সময় ছিল। মিটিংয়ের প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। মিটিং শুরুর আগ মুহূর্তে গুরুদাসপুর পৌর মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লার সমর্থকরা একটি মিছিল নিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের উপ-পরিদর্শক সাইদুজ্জামান, সাইফুল ইসলাম ও তিন কনস্টেবলসহ অন্তত ১০ জন আহত হয়। রূপগঞ্জে গৃহবধূকে নির্যাতন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১২ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় বিবাহের প্রতিবাদ করায় পাষ- স্বামী নাজমা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার কেন্দুয়া এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতিত গৃহবধূ জানান, তিনি নরসিংদী জেলার পাঁচদোনা এলাকার হাছেন আলীর মেয়ে। ২০ বছর পূর্বে নাজমা বেগমের সঙ্গে কেন্দুয়া এলাকার মকবুল হোসেনের ছেলে শাহজালালের ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে তিন মেয়ে ও দুই ছেলেসন্তানের জন্ম হয়। এরপর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী শাহজালাল তার স্ত্রীকে জ্বালা-যন্ত্রণাসহ শারীরিক নির্যাতন করত। মাদক সেবনে বাধা দেয়ায় হামলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পরিত্যক্ত বিল্ডিংয়ে চিহ্নিত মাদকসেবীদের মাদক সেবনে বাধা দেয়ায় বোরো ধানের খড়ে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে ওই দিন দুপুরে হামলা চালিয়ে একজনকে পিটিয়ে আহত করা হয়। ঘটনাটি গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের। জানা যায়, সিদ্দিক সরদারের পরিত্যক্ত একটি বিল্ডিংয়ে বসে গত কয়েকদিন ধরে সন্ধ্যার পরে স্থানীয় ইমানুল সরদার ও হানিফ ডাক্তার মাদক সেবন করে আসছিল। তাদের একাধিকবার বাধা দেয়া সত্ত্বেও কোন কর্ণপাত না করে বৃহস্পতিবার রাতে তার ৬০ শতক বোরো জমির খড়ে ওই মাদকসেবীরা অগ্নিসংযোগ করে সম্পূর্ণ ভস্মীভূত করে। জাল নোট ও সরঞ্জামসহ যুবক আটক স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের সীমান্তে জাল নোট তৈরি করে আসছিল এক যুবক। ১১ লাখ টাকা মূল্যের জাল নোট ও সরঞ্জামসহ আশরাফুল ইসলাম (৩০) নামের ওই কারবারিকে আটক করা হয়েছে। জানা গেছে, নীলফামারী র‌্যাব-১৩-এর একটি দল বৃহস্পতিবার খবর পেয়ে সদর উপজেলার হাফিজাবাদ ইউপির পুকুরিডাঙ্গা বাজারের মুসলিম মার্কেটে অবস্থিত আদর্শ ডিজিটাল স্টুডিও থেকে স্টুডিও মালিক আশরাফুল ইসলামকে ১১ লাখ টাকা মূল্যের জাল নোট ও সরঞ্জামসহ আটক করে নীলফামারী র‌্যাব ক্যাম্পে নিয়ে যায়। আটক জাল নোট কারবারির বাড়ি একই ইউপির আমবাড়ি। সূত্রটি জানায়, পুকুরিডাঙ্গার ওই স্টুডিওর আড়ালে একটি চক্র দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি এবং দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। পুকুর থেকে ওষুধ উদ্ধার ॥ আটক ২ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শেবাচিম হাসপাতালের চতুথ শ্রেণী স্টাফ কোয়ার্টার কম্পাউন্ডের পুকুর থেকে ভাসমান অবস্থায় অর্ধলক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী শেফালী বেগম ও তার ছেলে মামুনকে আটক করা হয়েছে। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়রা কোয়ার্টারের চার নম্বর ভবনের সামনের পুকুরে ওষুধগুলো ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর একটার দিকে ওষুধগুলো উদ্ধার করে। পুকুরে ভাসমান ওষুধের মধ্যে ফসফেট, সেফট্রিয়াক্সোরণ ইনজেকশন, এজিথ্রোমাইসিন ৫০০ মিলিগ্রাম এন্টিবায়োটিক, ডমপেরিডন, সালবুটামল সিরাপ, সিরিঞ্জ, টেপ, ইনফিউশন সেটসহ বিভিন্ন ধরনের ওষুধ ও ইক্যুইপমেন্ট রয়েছে।
×