ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আধিপত্য নিয়ে বাড়িতে হামলা, অগ্নিসংযোগ লুটপাট

প্রকাশিত: ০৫:৩৬, ১৩ মে ২০১৭

আধিপত্য নিয়ে বাড়িতে হামলা, অগ্নিসংযোগ লুটপাট

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ ॥ এলাকায় আধিপত্য ও বালু মহালের ওপর প্রভাব বিস্তারসহ পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সদরের তারাগাই গ্রামে সন্ত্রাসীরা হামলা চালিয়ে প্রতিপক্ষের বেশ কয়েকটি ঘরবাড়ি ভাংচুরের এক পর্যায়ে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। এ সময় হামলাকারীরা বাড়িঘরে লুটতরাজ চালায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তছনছের পর তাতে আগুন ধরিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এবং নির্দেশে কয়েক শ’ সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শী আকলিমা জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ১০০-১৫০ সন্ত্রাসী রামদা, সুরকি, কুড়াল, শাবলসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তারাগাই গ্রামের রবিউল, জুলহাস, ফরহাদ, সোহেল ও বাদল মেম্বারের বসতবাড়িতে হামলা চালায়। আনোয়ার হোসেনের স্ত্রী রুমা জানায়, হামলকারীদের অনুরোধ করেও রেহাই মেলেনি। হামলাকারীরা বসতবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। রামদা দিয়ে কুপিয়ে ও সুরকি দিয়ে খুঁচিয়ে বসতঘরের বেড়াসহ দরজা-জানালা ভাংচুরের পর টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে। বসতঘরের খাট, শোকেস, আলমিরা বাইরে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। এসময় সন্ত্রাসীরা বাড়ির মহিলাদের অশ্রাব্য ভাষায় গালাগালসহ নাজেহাল করে। সন্ত্রাসীদের তা-বে বাড়ির শিশুরা ভীতসন্ত্রস্ত হয়ে হাউমাউ করে কাঁদতে থাকে এবং এলোপাতাড়ি ছোটাছুটি করতে থাকে। মৃত আব্দুস সাত্তারের স্ত্রী হামিদা বেগম জানায়, সন্ত্রাসীরা বসতঘর ও দোকানের ফ্রিজ ও টেলিভিশনসহ মূল্যবান সামগ্রী পাশের ব্রহ্মপুত্র নদে নিক্ষেপ করে। পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা এমন হামলা করতে পারে আশঙ্কায় বুধবার রাতে আব্দুল আউয়াল, জামাল, কামাল, তপন, শাহীন, খাইরুল আলম, শামীম, সজীব মিয়ার নামে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করার ১২ ঘণ্টা যেতে না যেতেই এই হামলার ঘটনা ঘটল।
×