ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় মরা মাছের গন্ধে বাতাস ভারি

প্রকাশিত: ০৫:৩৬, ১৩ মে ২০১৭

ভালুকায় মরা  মাছের গন্ধে  বাতাস ভারি

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১২ মে ॥ কটন মিলের বিষাক্ত বর্জ্যে খামারির বিক্রয় উপযোগী আট লাখ টাকার মাছ মরেছে। ভরাডোবা ইউনিয়নের বাকশাতরা এলাকার কামাল হোসেনের মৎস্য খামারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কামাল হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। কামাল হোসেন জানান, লোকমান হোসেন ও মোতালেব মিয়ার কাছ থেকে জমি ভাড়া নিয়ে আমি কয়েক বছর ধরে এখানে মাছ চাষ করছি। আমার মৎস খামারের জায়গাটা তাফরীদ কটন মিলের দরকার। কিন্তু জমিটার ন্যায্য মূল্য জমি মালিকদের না দেয়ায় জমি বিক্রি করছে না তারা। এ জন্য আমার খামারে তারা গত বছরও বর্জ্য ফেলে মাছের ক্ষতি করে। এ বছর আমার সব শেষ করে দিয়েছে। আমি জমি ভাড়া নিয়েছি আমার ওপর তারা শুধু শুধু অত্যাচার করছে। আমাকে পরিকল্পিতভাবে শেষ করে দিয়েছে। আমি সর্বস্বান্ত হয়ে গেছি।
×