ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে ২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৩৬, ১৩ মে ২০১৭

ময়মনসিংহে ২ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে জানান, মুক্তাগাছায় গার্মেন্টসকর্মীকে ধর্ষণ মামলার রায়ে সুমন ওরফে সুমার আলী ও আবুল কামালকে যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। একই আদেশে প্রত্যেককে নগদ এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদ- দেয়া হয়। এছাড়া আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকসহ নিলামে বিক্রি করে আদেশের কপি প্রাপ্তির ৯০ দিনের মধ্যে বিক্রিলব্ধ টাকা ট্রাইবুন্যালে জমা দিতে ময়মনসিংহের ডেপুটি কালেক্টরকে নির্দেশ দেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক হেলাল উদ্দিন বৃহস্পতিবার মামলার রায় ঘোষণায় এ আদেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৩ এপ্রিল রাতে ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে গার্মেন্টসকর্মীকে মুক্তাগাছার রৌহারচর টানপাড়া গ্রামের সিএনজিচালক আবুল কালামের সহায়তায় একই উপজেলার সুমন ওরফে সুমার আলী গণি মিয়ার ফিশারির ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের একপর্যায়ে গার্মেন্টসকর্মী অচেতন হয়ে পড়লে সিএনজি অটোরিক্সায় করে মুক্তাগাছার চেচুয়া বাজারে ফেলে পালিয়ে যায়।
×