ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে শিশু দৃষ্টি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৩৫, ১৩ মে ২০১৭

নাটোরে শিশু দৃষ্টি হত্যার বিচার দাবিতে  মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২ মে ॥ গুরুদাসপুরে আড়াই বছরের শিশু দৃষ্টি ঘোষ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহত শিশুর পরিবার ও এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার চাঁচকৈড় বাজারে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, নিহত শিশুর বাবা মোহন ঘোষ, গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল শেখ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদের সভাপতি প্রসান্ত সরকার, হিরেন্দ্র নাথ ঘোষ, আনোয়ার হোসেনসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন মাত্র আড়াই বছরের শিশু দৃষ্টিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। খুনিরা হত্যা করেই ক্ষান্ত হয়নি লাশটি গুম করতে বস্তাবন্দী করে ট্যাংকে লুকিয়ে রেখেছিল। দৃষ্টির হত্যাকা-টি প্রতিটি বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে। যারা হত্যা করেছে তাদের কোনভাবেই ছাড় দেয়া ঠিক হবে না। সঠিক তদন্ত করে চাঞ্চল্যকর এ হত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা। উল্লেখ্য, গত ৫ মে সকালে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় আড়াই বছরের শিশুকন্যা দৃৃষ্টি ঘোষ। এর পরদিন দুপুরে প্রতিবেশী প্রদীপ হালদারের বাড়ির একটি ঘর থেকে বস্তাবন্দী অবস্থায় ট্রাংকের ভেতরে রাখা দৃষ্টি ঘোষের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
×