ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ!

প্রকাশিত: ০৫:৩১, ১৩ মে ২০১৭

চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ!

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর নব নির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান। এরপর সভাপতি তার পুরো পরিষদকে শপথ বাক্য পাঠ করান। গত বৃহস্পতিবার আদালতের নির্দেশে হঠাৎ সদ্য নির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করা হয়। কিন্তু এরই মধ্যে নবনির্বাচিতদের শপথ পাঠে করালেন প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। শপথ গ্রহনের আগে আদালতের নির্দেশের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমরা আদালতের কোন আদেশ এখনো হাতে পাইনি। তাই পূর্ব সূচি অনুযায়ী শুক্রবার বিকাল ৫টায় নবনির্বাচিতদের নিয়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আদেশটি অফিসিয়ালি হাতে না পেলেও আমরা স্টে অর্ডারটি ভালভাবে বিশ্লেষণ করেছি। সেখানে নির্দেশনা দেয়া হয়েছে, বিবাদীগণের কাছে ক্ষমতা হস্তান্তরের না করার কথা। আমরা ক্ষমতা হস্তান্তর করছি না। আমরা শুধু শপথ পাঠ করাচ্ছি! ক্ষমতা হস্তান্তর করবে আগের কমিটি। উল্লেখ্য, গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মিশা সওদাগর সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান বিজয়ী হন।
×