ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নপুংসক’

প্রকাশিত: ০৫:৩১, ১৩ মে ২০১৭

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র  ‘নপুংসক’

স্টাফ রিপোর্টার ॥ হিজড়া সম্প্রদায়ের মানুষের জীবন ও দুঃখগাথা নিয়ে তরুণ নির্মাতা মুঈদ হাসান তড়িৎ এবার নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নপুংসক’। আসাদুজ্জামান প্রযোজিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাইফ ওয়াদুদ, রাকিবুল হাসান, ইমন হাসান, আফজাল হোসেন, জাহিদ হাসান, মেহেদী হাসান প্রমুখ। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে স্পটলাইট মিডিয়া লিমিটেডের ব্যানারে। পরিচালক জানান, আগামী বছর বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ‘নপুংসক’। এরপর দেশে মুক্তি দেয়া হবে। হিজড়া সম্প্রদায় ও মৃত্যুর পরবর্তী তাদের সৎকার ব্যবস্থা নিয়েই চলচ্চিত্রের মূল কাহিনী। মুক্তির আগে চলচ্চিত্রটির কোন গল্পভাবনা বলতে চান না পরিচালক। মুঈদ হাসান তড়িৎ বলেন, আমি এমন একটু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি যা নিয়ে সাধারণ মানুষ কখনো ভাবেননি। পুরো চলচ্চিত্রে অভিনয় করেছেন একদল নতুন মুখ। টাঙ্গাইলের প্রত্যন্ত এক গ্রামে চলচ্চিত্রের শূটিং হয়েছে।
×