ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অঙ্গীকারের ‘মগজধোলাই’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী আজ

প্রকাশিত: ০৫:৩০, ১৩ মে ২০১৭

অঙ্গীকারের ‘মগজধোলাই’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী  আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ শনিবার সন্ধ্যায় অঙ্গীকার নাট্যদলের নতুন প্রযোজনা ‘মগজধোলাই’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটি অঙ্গীকার নাট্যদলের ৭ম প্রযোজনা। সমসাময়িক ঘটনাবলী অবলম্বনে নাটকটির রচনা করেছেন আসিফ মোঃ নজরুল। নির্দেশনা দিয়েছেন- শুভাশীষ দত্ত তন্ময়। দল সূত্রে জানা গেছে আজ অঙ্গীকারের নতুন প্রযোজনার উদ্বোধন ঘোষণা করবেন আইটি আই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি আতাউর রহমান ও নাট্যকার মাসুম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- অঙ্গীকার নাট্যদলের সভাপতি আবুল হোসেন মজুমদার। ‘মগজধোলাই’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- হানিফ পালোয়ান, আসিফ নজরুল, নাজিম উদ্দিন নাহিদ, জহির খান, সুবর্ণ সাইফুল, টুটুল, এস চন্দন, সাইফ আহমেদ সনি, সানজি খান, মোঃ রিজ, এন এইচ রূপক, সৈয়দা শায়লা আহমেদ, মোঃ নাজিরুল ইসলাম আপন, নীলাঞ্চনা নীলা প্রমুখ। নাটকের আলেক পরিকল্পনা মোখলেছুর রহমান, আবহ সঙ্গীত-তারক নাথ দাস, কোরিওগ্রাফি- মোঃ ফরহান আহমেদ (শামীম), পোশাক ও রূপসজ্জায় তন্ময়। সমসাময়িক গল্প নিয়ে নাটকের কাহিনী এগিয়েছে। এতে তুলে ধরা হয়েছে প্রাত্যহিক জীবনে আমাদের চারপাশে কিছু চরিত্র যারা প্রতিনিয়ত আমাদের বিভ্রান্ত করে ফায়দা লুটছে আর আমাদের বোকা বানাচ্ছে। যা আমরা সহজে বুঝতে পারি না। আবার অনেক সময় বুঝেও কিছু করতে পারি না। কারণ ব্রেনওয়াশ। যারা প্রায়ই কৌশল পাল্টিয়ে নতুন নতুন প্রতারণার ফাঁদ তৈরি করে যাচ্ছে। চোখে মলম লাগিয়ে সর্বস্ব হাতিয়ে নেয়া, কিংবা গলাবাজি করে দাঁতের মাজন, বাতের ওষুধ বিক্রি করা, বিদেশের লোভ দেখিয়ে সাগর ভাসিয়ে দেয়া, পীরের মুরিদ হয়ে স্বর্গ লাভ করা, পাথর দিয়ে ভাগ্য পরিবর্তন করা কিংবা নায়িকা করার প্রলোভন দিয়ে মেয়েদের সর্বনাশ করা এসব হলো মানুষকে বোকা বানানোর অন্যতম মাধ্যম। সামাজের এ রকম কিছু কপট চরিত্র নিয়েই এ নাটকের কাহিনী।
×