ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম এসএমএস

প্রকাশিত: ০৫:২৯, ১৩ মে ২০১৭

প্রথম এসএমএস

প্রথমদিকে এসএমএস মোবাইল ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় ছিল না। পরিসংখ্যান জানাচ্ছে, ১৯৯৫ সালে জিএসএম সার্ভিস ব্যবহারকারী প্রতি এক মাসে গড়ে মাত্র ০.৪টি টেক্সট মেসেজ পাঠানো হত। টেক্সট মেসেজ এখনকার দিনে হরদম করতে হয় মোবাইল থেকে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, পৃথিবীর প্রথম টেক্সট মেসেজ কিংবা এসএমএস কে কাকে পাঠিয়েছিলেন? কী-ই বা লেখা হয়েছিল সেই মেসেজে? একটি আন্তর্জাতিক ওয়েবসাইট দিয়েছে সেই প্রশ্নের উত্তর। জানানো হয়েছে, মার্কিন ইঞ্জিনিয়ারিং সংস্থা সেমা গ্রুপের ২২ বছর বয়সী ইঞ্জিনিয়ার নেইল পাপওয়ার্থ প্রথম মেসেজটি পাঠান বন্ধু রিচার্ড জার্ভিসের মোবাইলে। তবে নিজের মোবাইল নয়, কম্পিউটার থেকে এ টেক্সট মেসেজ পাঠান নেইল। এ মেসেজ পাঠানো হয়েছিল ২৩ ডিসেম্বর ১৯৯২ তারিখে। ভোডাফোন মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হয়েছিল মেসেজটি। ২৫ ডিসেম্বরের বড় দিনের আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন নেইল। লিখেছিলেন, ‘মেরি ক্রিসমাস’। যুক্তরাষ্ট্রের প্রথম জিএসএম কেরিয়ার ওমনিপয়েন্ট কমিউনিকেশনস সে দেশে প্রথম টেক্সট মেসেজিং সার্ভিসের পরিকাঠামো তৈরি করে। কিছু দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পৃথিবীর অন্য দেশের মধ্যে এসএমএস আদান-প্রদানের বন্দোবস্তও করা হয়। -এবেলা
×