ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকে আরেক দফা পরিবর্তনের আভাস

প্রকাশিত: ০৫:১৭, ১৩ মে ২০১৭

ইসলামী ব্যাংকে আরেক দফা পরিবর্তনের আভাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইসলামী ব্যাংকে আরেকদফা পরিবর্তনের আভাস পাওয়া গেছে। ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) শেয়ার ছেড়ে দেয়ার ঘোষণার পর মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি সপ্তাহে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও আগামী ২৩ মে বার্ষিক সাধারণ সভায় এসব পরিবর্তন আসতে পারে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। এর মধ্যে গত বৃহস্পতিবার দুপুরে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ব্যাংকটির পরিচালনা পর্ষদে প্লাস-মাইনাসের ষড়যন্ত্র শুরু হয়েছে। ব্যাংকটি থেকে তার সরে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। এ প্রসঙ্গে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহসানুল ইসলাম জানিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করার জন্য ব্যাংকটিতে পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়েছিল। একই সঙ্গে ব্যাংক পরিচালনার ক্ষেত্র তার কিছু দায়িত্ব ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুক্তিযুদ্ধের বিরোধী লোকজন ও জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষকতাকারী কিছু লোকজন অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। ওই ব্যক্তিদের কারণে তার ওপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করতে পারছেন না। এ কারণে ব্যক্তিগতভাবে তিনি পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের কথা তিনি ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেন।
×