ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আরও কর্মী নেয়ার আগ্রহ সৌদি আরবের

প্রকাশিত: ০৫:১৭, ১৩ মে ২০১৭

আরও কর্মী নেয়ার আগ্রহ সৌদি আরবের

কূটনৈতিক রিপোর্টার ॥ সৌদি শূরা কাউন্সিলের স্পীকার ড. আবদুল্লাহ বিন মোহাম্মাদ বিন ইব্রাহিম আল শেখ বাংলাদেশ থেকে আরও কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ অবিস্মরণীয় উন্নতি লাভ করেছে। এদিকে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের ঘোষিত ভিশন-২০৩০ প্রশংসা করেছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ঢাকায় সফররত সৌদি শূরা কাউন্সিলের স্পীকার ড. আবদুল্লাহ বিন মোহাম্মাদ বিন ইব্রাহিম আল শেখ শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে সৌদি শূরা কাউন্সিলের দুই সদস্য ও ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে সৌদি শূরা কাউন্সিলের স্পীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার এই নেতৃত্বের কারণেই বাংলাদেশ অবিস্মরণীয় উন্নতি লাভ করেছে। এছাড়া বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এখন নতুন উচ্চতায় প্রবেশ করেছে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে তিনি সরকারের ভিশন-২০২১-এর আওতায় খাদ্য নিরাপত্তা, দারিদ্র্যবিমোচন, গ্রামীণ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রগুলো সৌদি স্পীকারের কাছে তুলে ধরেন। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সৌদি বাদশাহর সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সৌদি অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় ঘোষিত ভিশন-২০৩০-এর প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি বাদশাহর নেয়া বিভিন্ন উন্নয়নের উদ্যোগে বাংলাদেশের সমর্থন ও সহযোগিতা থাকবে। বৈঠকে সৌদি স্পীকার বাংলাদেশের কর্মীদের প্রশংসা করেন। বিশেষ করে চিকিৎসক, প্রকৌশলীসহ সকল ধরনের দক্ষ কর্মী বাংলাদেশ থেকে নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে মুসলিম উম্মাহর সংহতি শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা হয়েছে। সৌদি শূরার স্পীকার প্রত্যাশা করেন, আগামী ২১ মে রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সামিটে মুসলিম দেশগুলো অংশগ্রহণের মধ্যে দিয়ে ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। উল্লেখ্য, সৌদি শূরা কাউন্সিলের স্পীকার গত বুধবার চারদিনের সফরে ঢাকা আসেন। সফরের প্রথম দিনেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আগামী ২১ মে রিয়াদে আরব ইসলামিক আমেরিকার সামিটে অংশগ্রহণের জন্য সৌদি বাদশার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।
×