ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অতিরিক্ত গতিই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ

প্রকাশিত: ০৫:১৭, ১৩ মে ২০১৭

অতিরিক্ত গতিই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের গবেষণায় ওঠে এসেছে অতিরিক্ত গতিই হলো সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। অতিরিক্ত ও অযাচিত গতির কারণে সড়ক দুর্ঘটনায় মৃত্যুসহ আহত ও ক্ষয়ক্ষতির ঝুঁকিই বেশি থাকে। নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত এক সমাবেশে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অতিরিক্ত গতি তাকেই বলি যখন কোন গাড়ি নির্দিষ্ট একটি রাস্তার নির্ধারিত গতিকে অতিক্রম করে। আর অযাচিত গতি হলো যখন যানবাহন সড়কের নির্ধারিত গতিসীমার মধ্যে থেকেও রাস্তার অবস্থা, পরিবেশ-পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা বিবেচনা করে গতিকে নিয়ন্ত্রণ করে না। তাই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে পরিবহনের গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালানোর বিকল্প নেই বলে মনে করেন বক্তারা। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গড় গতি যখন বৃদ্ধি পায় তখন সড়ক দুর্ঘটনায় ক্ষতির পরিমাণও বৃদ্ধি পেতে থাকে। ঘণ্টায় ১ কিমি. গতি বাড়লেই ৪ থেকে ৫ ভাগ দুর্ঘটনায় প্রাণহানী বাড়ে। দেখা যাচ্ছে, গতির সঙ্গে দুর্ঘটনার একটি বিরাট সম্পর্ক। গতি বাড়লে বিশেষ করে পথচারী, সাইকেল আরোহী, মোটরসাইকেল আরোহী ও শিশুরা ক্ষতিগ্রস্ত হয় বেশি। যদি গাড়ির গতি ৫০ কিলোমিটার হয় তখন একজন প্রাপ্ত বয়স্ক পথচারীর প্রাণহানী হওয়ার সম্ভাবনা ২০ ভাগ এর নিচে থাকে। আর যখন গতি হয় ৮০ কিমি. তখন প্রাণহানীর সম্ভাবনা বেড়ে গিয়ে দাঁড়ায় ৬০ ভাগ। দেখা যাচ্ছে, দুর্ঘটনায় নিহত-আহতের সংখ্যা নির্ভর করে গতির ওপর। এজন্য আমরা বলছি গতিই সড়ক দুর্ঘটনার জন্য মূলত দায়ী। গাড়ির গতি বেশি থাকলে গাড়ি থামানোর জন্য বেশি দূরত্বের প্রয়োজন হয়, না থাকলে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। যখন গাড়ি একটি শুষ্ক রাস্তায় ৮০ কিমি. বেগে চলে তখন গাড়ির রি-এ্যাকশন সময় ১ সেকেন্ডে ২২ মিটার এবং ব্রেক করার পর গাড়ি সম্পূর্ণ থামতে প্রায় ৫৭ মিটার অগ্রসর হয়। কিন্তু গাড়ি যখন ৫০ কিমি. বেগে চলে তখন রি-এ্যাকশন হতে ১৪ মিটারসহ গাড়ি থামতে ২৭ মিটার অগ্রসর হয়। কাজেই গতির ওপর নির্ভর করবে গাড়ি কত দূরে গিয়ে থামবে এবং কিভাবে দুর্ঘটনা এড়ানো যাবে। শুধুমাত্র গতিকে বাড়ানোর জন্য অনেকগুলো উপাদান চালককে উৎসাহিত করে। যথা চালকের বয়স এবং লিঙ্গ। বেশিরভাগ দেশের যুবকশ্রেণীর চালকরা দ্রুতগতিতে গাড়ি চালাতে পছন্দ করে যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় জনসচেতনতা বৃদ্ধিতে প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। র‌্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় আরও উপস্থিত ছিলেন, শামীম আলম দীপেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল, লিটন এরশাদ, লায়ন গনি মিয়া বাবুল, এসএম আজাদ হোসেন, নাসিম রুমি, একে আজাদ প্রমুখ।
×