ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রফিউর রাব্বি অবাঞ্ছিত

নারায়ণগঞ্জে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে হামলা, আহত ৫

প্রকাশিত: ০৮:০৮, ১১ মে ২০১৭

নারায়ণগঞ্জে রবীন্দ্র  জয়ন্তী অনুষ্ঠানে  হামলা, আহত ৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ উন্মেষ সাংস্কৃতিক সংসদের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে নগরীর চাষাঢ়া শহীদ মিনারে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় সংগঠনের সাধারণ সম্পাদকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের নগরীর খানপুরে ৩শ’ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় অনুষ্ঠানস্থলে চেয়ার ভাংচুর ও সাউন্ড সিস্টেমে আগুন ধরিয়ে দেয়া হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বিকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুতুল দাহ করেছে। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই এ হামলা চালায়। বুধবার বিকেলে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে সংগঠনের সভাপতি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এদিকে ছাত্রলীগ দাবি করেছে, তাদের কোন নেতাকর্মী অনুষ্ঠানে হামলা ও ভাংচুর চালায়নি। এসব মিথ্যা ও বানোয়াট। এদিকে এ ঘটনায় সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে উন্মেষ সাংস্কৃতিক সংসদ। এ সময় সংগঠনের সভাপতি এ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, সাবেক সহ-সভাপতি সুজন রায় বিকু, সাবেক সাধারণ সম্পাদক রাজীব খান, সদস্য দীপক ভৌমিক, হামলার ঘটনার শিকার জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমাইয়া সেতু, সহ-সভাপতি ফারজানা আক্তার এবং উন্মেষ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক শুভ বণিক উপস্থিত ছিলেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, শহীদ মিনারে অনুষ্ঠান করার বিষয়ে কোন পক্ষ আমাদের অবগত করেনি। উন্মেষের নেতাকর্মীরা আসার আগেই ছাত্রলীগের কর্মীরা শহীদ মিনারে অবস্থান নিয়েছে। কোন হামলা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। এই ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি।
×