ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইবিতে ‘এফ’ ইউনিটের পুনঃভর্তি সাক্ষাতকার শনিবার

প্রকাশিত: ০৮:০৮, ১১ মে ২০১৭

ইবিতে ‘এফ’ ইউনিটের পুনঃভর্তি সাক্ষাতকার শনিবার

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার উত্তীর্ণ মেধাতালিকার সাক্ষাতকার আগামী ১৩ মে শনিবার অনুষ্ঠিত হবে। অপেক্ষমান তালিকার সাক্ষাতকার ১৫ মে সোমবার অনুষ্ঠিত হবে এবং ১৬ মে মঙ্গলবার ক্লাস শুরু হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী জানিয়েছেন, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত প্রথম ১ থেকে ১০০ জনের ভর্তির জন্য সাক্ষাতকার শনিবার সকাল ৯টা থেকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের ১০৪নং কক্ষে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তাদের ভর্তি কার্যক্রমও চলবে। ১৪ মে রবিবারের মধ্যেই তাদের ভর্তি প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ১৫ মে সোমবার ১০১ থেকে ২০০তম অপেক্ষমান মেধাতালিকার সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। একই দিনে তাদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। ১৬ মে মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে। উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় ভর্তি পরীক্ষা নেয়।
×