ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারত মাতালেন জাস্টিন বিবার

প্রকাশিত: ০৬:৫৫, ১১ মে ২০১৭

ভারত মাতালেন জাস্টিন বিবার

পপ সেনসেশন জাস্টিন বিবারের বহুল প্রতীক্ষিত ও আলোচিত পাঁচ দিনের ভারত সফর গত ৭ মে শুরু হয়। সেদিন সন্ধ্যায় দুবাই থেকে মুম্বাইয়ে এসে পৌঁছান এ গায়ক। ২৩ বছর বয়সী এই কানাডিয়ান গায়ক ‘পারপাস ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে ১০ মে মুম্বাইয়ে আয়োজিত কনসার্টের তিন দিন আগেই চলে এসেছেন। ভারতের সর্বোচ্চ ব্যয়বহুল কনসার্ট হবে এটি। সফরে জাস্টিনের ব্যয় হচ্ছে চার মিলিয়ন মার্কিন ডলার। গণমাধ্যমগুলোর ধারণা মতে, বিবারের কনসার্টের সমস্ত টিকেট ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে এবং প্রতিটি টিকেটের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার রুপী করে। শুধু গান-বাজনা নয়; খানাপিনা, ঘুরে বেড়ানো, পার্টিতেও থাকছে তার অংশগ্রহণ। ইতোমধ্যে সব পরিকল্পনা করে ফেলেছেন তিনি। গ্র্যামিজয়ী এই তারকা ভারতে পাঁচদিন যা করবেন ও করেছেন চলুন দেখা যাক সেই রুটিন। প্রথম দিন- ভারতে সঙ্গীত সফরের প্রথম দিন খানাপিনা করেই কেটেছে জাস্টিন বিবারের। এমনিতে প্রকাশ্যে ভারতীয় খাবারের প্রতি নিজের ভাললাগার কথা জানান তিনি। তাই ভারতের সব রাজ্যের প্রসিদ্ধ খাবার পরিবেশন করা হয় তাকে। ঐতিহ্যবাহী সোনালী ও রূপালী সুদৃশ্য থালা-বাসনে সাজানো খাবার। এ কাজে নিয়োজিত ছিল রাজস্থান থেকে নিয়ে আসা খানসামারা। ভোজনের সময় চলে বংশীবাদক ও সারেঙ্গি বাদকদের পরিবেশনা। দ্বিতীয় দিন- এদিন মুম্বাইয়ের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন জাস্টিন বিবার। এর মধ্যে অন্যতম ইতিহাস-ঐতিহ্যময় স্থান গেটওয়ে অব ইন্ডিয়া, কালা ঘোড়া, মনি ভবন অন্যতম। বেড়ানো শেষে তিনি ডুবে থাকেন বিলাসী আয়ুর্বেদিক স্পা সেশনে। কারণ ম্যাসাজের প্রতি তার আলাদা ভাললাগা আছে। এদিন সুবিধাবঞ্চিতদের একটি আশ্রমেও যাওয়ার কথা রয়েছে বিবারের। এছাড়া শীর্ষ শিল্পপতি ও বলিউড তারকাদের আয়োজনে একটি পার্টিতে অংশ নিয়েছেন। তৃতীয় দিন- এদিন মুম্বাইয়ে মেগা কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন জাস্টিন বিবার। গান-বাজনা শেষে সাগরে ভেসে থাকা একটি প্রমোদতরীতে ঘরোয়া পার্টিতে যোগ দেবেন। থাকবে লাইভ কারাওকে গান। চতুর্থ ও পঞ্চম দিন- ভারত সফরে এসে নয়াদিল্লী­ও জয়পুর বেড়াবেন বিবার। এছাড়া তাজমহল তো ঘুরে দেখবেনই। বৈশ্বিক সফরের অংশ হিসেবে গত ৭ মে ভারত এসেছেন জাস্টিন বিবার। ১০ মে মুম্বাইয়ের এক কনসার্টে অংশ নেবেন ‘বেইবি’-খ্যাত এ শিল্পী। ভারত সফরে তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে শেরার নিরাপত্তা সংস্থা ‘টাইগার সিকিউরিটিজ’। এর আগেও প্রতিষ্ঠানটি মাইকেল জ্যাকসন, প্যারিস হিলটনসহ আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা বিভিন্ন শিল্পীর নিরাপত্তায় কাজ করেছে। বিবারের দেয়া চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন আয়োজকরা, বিবারের সফরসঙ্গী হিসেবে থাকবেন ১২০ জনের একটি দল। এছাড়াও বিশেষ চাহিদার মধ্যে রয়েছে প্রাইভেট জেট, রোলস রয়েল গাড়ি, জেড প্লাস সিকিউরিটির সঙ্গে মহারাষ্ট্রের পুলিশ, পিং পং টেবিল। বিবার যোগ ব্যায়াম ভালবাসেন, তাই এর জন্য সকল প্রকার সরঞ্জাম চেয়েছেন। বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রয়েছে ১০টি বিলাসবহুল গাড়িসহ ২টি ভোলভো বাস। কনসার্টের ভেন্যুর মঞ্চের পেছনে ১০টি কন্টেইনার, একটি পিং-পং টেবিল, প্লেস্টেশন, হভার বোর্ড, সোফা সেট, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, সুদৃশ্য আসবাবপত্র, থালাবাসন ও খাবার রাখার আলমারি এবং একটি ম্যাসেজ টেবিল। গান গাইতে যাওয়ার আগে স্বাচ্ছন্দ্যবোধের জন্য মঞ্চের পেছনে শরীর ম্যাসেজ করার জন্য উষ্ণ ও শীতল জলের ক্ষুদ্র একটি কৃত্রিম পুকুরও চান বিবার। জাস্টিন বিবারের নিরাপত্তাজনিত কারণে দুটি পাঁচতারা হোটেল সংরক্ষিত রাখা হয়েছে। পূর্বশর্ত অনুযায়ী কক্ষে থাকবে বিশাল আকারের একটি শোবার বিছানা। হোটেলের একটি লিফট শুধুই বিবারকে উঠানো ও নামানোর কাজে ব্যবহৃত হবে। এখানে তার জন্য থাকছে ২৪ ঘণ্টার ফিটনেস সেন্টার। এছাড়া তিনটি তলা বরাদ্দ করা হয়েছে তার সঙ্গের অন্য সঙ্গীতশিল্পী ও দলের সদস্যদের জন্য।জাস্টিন বিবারের আলোচিত সফরটি হয়ে উঠেছে পুরো এশিয়াজুড়েই পপভক্তদের আলোচনার বিষয়। বিবারকে একনজর কাছ থেকে দেখতে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে টিকেট সংগ্রহ করেছে তার ভক্তরা। তবে, সংস্কৃতির বিকাশের এই সময়টিতে বিবারের চাওয়াগুলো পূর্ণ করতে হিমশিম খাচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।
×