ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

কমেডিয়ানের চোখে ট্রাম্প!

প্রকাশিত: ০৬:৫৫, ১১ মে ২০১৭

কমেডিয়ানের চোখে ট্রাম্প!

নেদারল্যান্ডসের এক কমেডিয়ান খুব যতœ করে একটি ভিডিও তৈরি করেছেন। শিরোনাম, ‘ট্রাম্পকে তার ভাষাতেই স্বাগত জানায় নেদারল্যান্ডস।’ মাত্র তিন দিনে শুধু ইউটিউবেই ভিডিওটি দেখা হয়েছে সাড়ে ৯৫ লাখ বার! একটিও আপত্তিকর শব্দ প্রয়োগ করেননি, কৌতুকের নামে ভাঁড়ামোও করেননি একদম। সম্প্রতি ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল গড়া হবে। ভিডিওতে এ সিদ্ধান্তকে হাস্যকর প্রমাণ করতে গিয়ে দাবি করা হয়, নেদারল্যান্ডসও মেক্সিকোর পানি থেকে নিজেকে বাঁচাতে (সাগরে) দেয়াল (বাঁধ) গড়েছে। ট্রাম্প যে অভিষেক ভাষণে বলেছেন, ‘আজ থেকে আমেরিকা প্রথম’, সে কথার জবাবে ভিডিওতে দাবি করা হয়, ইউরোপের খুব ছোট দেশ হলেও নেদারল্যান্ডসও কিন্তু খুব একটা কম নয়। ডাচ ভাষাকে ইউরোপের সেরা দাবি করে ভিডিওতে বলা হয়, ‘আমরা ডাচ ভাষায় কথা বলি। এটা ইউরোপের সেরা ভাষা। সব সেরা শব্দই আমাদের ভাষায় আছে। অন্য কোন ভাষায় তা নেই। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পদে বসার পর থেকে একের পর এক ঘটনা ঘটিয়ে চলছেন। একেক সময় একেক কথা জন মনে হাস্যরসের সৃষ্টি করেছে। আর এসব নিয়ে মিডিয়াতে ও পড়েছে প্রভাব। আর তার ঘটন আঘটনগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন এলেক বাল্ডউইন। ‘সেটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানের মাধ্যমে। উল্লেখ্য, ‘সেটারডে নাইট লাইভ’-এর শোর জনপ্রিয়তা সাম্প্রতিক অনেক বেড়ে গিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এর বিতর্কিত সিদ্ধান্তের প্যারোডিও করা হয় এই অনুষ্ঠানে। এলেক বাল্ডউইন এবং তার সহকর্মীরা বিভিন্ন কায়দায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানান। দর্শকরা তার সাবলীল পরিবেশনা খুব উপভোগ করেন। এদিকে ‘সেটারডে নাইট লাইভ’ জনপ্রিয়তা দেখে প্রেসিডেন্ট মহোদয়ের আতে ঘা লাগার যোগার। তিনি বলেন এ অনুষ্ঠানকে ‘হাস্যরসাত্মক নয়’ বরং ‘উদ্ভট’ বলে বর্ণনা করেছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করার ফাঁকে ফাঁকে নিজের ১০০ দিনের ‘সফলতার’ ফিরিস্তি দিচ্ছিলেন, ঠিক তখন খোদ হোয়াইট হাউসে কৌতুক পরিবেশনার মধ্য দিয়ে তাকে তুলাধোনা করছেন জনপ্রিয় কৌতুকশিল্প হাসান মিনহাজ। আমেরিকায় সংখ্যালঘু হওয়া নিয়ে এ কৌতুকাভিনেতা বলেন, আপনাকে দ্বিগুণ ভাল হতে হবে। আপনি কোন ভুল করতে পারবেন না। কারণ যখনই আপনাদের কেউ একজন ঝামেলা পাকায়, তখনই আপনি জেনে যাবেন সংখ্যালঘু হওয়ার যন্ত্রণা কী। সংবাদমাধ্যম ও বাকস্বাধীনতার নিশ্চয়তাদায়ী আমেরিকান সংবিধানের প্রথম সংশোধনী নিয়েও কৌতুক করেন মিনহাজ। তিনি বলেন, ‘এই অনুষ্ঠান আয়োজনই করা হয় প্রথম সংশোধনী ও বাকস্বাধীনতা উদযাপন করতে। বাকস্বাধীনতা যে কোন মুক্ত ও উদার গণতন্ত্রের ভিত্তি। কলেজ প্রাঙ্গণ থেকে হোয়াইট হাউস -সর্বত্রই এই কথা প্রযোজ্য। তবে মিনহাজ তার পরিবেশনার শেষের দিকে বলেছেন, দেশের প্রেসিডেন্টকে নিয়ে প্রথম প্রজন্মের এক মুসলমান সন্তানের ঠাট্টা-তামাশা করা একমাত্র আমেরিকায়ই সম্ভব। হাসান মিনহাজ ট্রাম্পের নাম না করে তাকে হাতির সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, তিনি তো মস্কোয় থাকেন। তিনি নিজেকে নিয়ে মজা সহ্য করতে পারেন না। তাই অনুষ্ঠানে আসা এড়িয়েছেন। স্থানীয় সময় রাত তিনটার দিকে ট্রাম্প পেনসিলভানিয়ার অনুষ্ঠানের সাফল্য নিয়ে টুইট করেন।
×