ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

রোমাঞ্চের নতুন গল্পে পরিণীতি

প্রকাশিত: ০৬:৫৫, ১১ মে ২০১৭

রোমাঞ্চের  নতুন  গল্পে  পরিণীতি

বলিউডে রোমান্টিক ধারার সিনেমার জনপ্রিয়তা সব যুগেই ছিল। দর্শক রুপালি পর্দায় রোমাঞ্চের বিচিত্র রূপ দেখে আবেগে উদ্বেলিত হয়েছে। উচ্ছ্বাস প্রকাশ করেছে। অনেকে নিজেদের বাস্তব জীবনের প্রেম-ভালোবাসার চিত্র রুপালি পর্দায় ফুটে উঠতে দেখেছে। তার সঙ্গে একাত্ম হয়ে আবেগের জোয়ারে গা ভাসিয়েছেন। তবে হিন্দী সিনেমার রোমান্টিক গল্পে অনেক পরিবর্তন এসেছে। দর্শকের পছন্দের কথা বিবেচনা করে নির্মাতারা নিত্যনতুন প্রেমের গল্প তুলে ধরছেন সেলুলয়েডে। এ সপ্তাহে তেমনি একটি বলিউডি রোমান্টিক সিনেমা ‘মেরি পেয়ারি বিন্দু’ মুক্তি পাচ্ছে। বলিউডের নামী-দামী প্রতিষ্ঠিত ব্যানার ইয়াশরাজ ফিল্মসের নতুন এ ছবির পরিচালক অক্ষয় রায়। এ ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার। ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে রোমান্টিক পর্দা জুটি হিসেবে প্রথমবার একসঙ্গে দেখা যাবে পরিণীতি চোপড়া এবং আয়ুশ্মান খুরানাকে। এখানে পরিণীতি আয়ুশ্মানের প্রেমিকা বিন্দু চরিত্রে রূপদান করেছেন। আয়ুশ্মান অভিনীত চরিত্রের নাম অভিমন্যু ।পেশায় সে একজন লেখক। অভিমন্যু নতুন উপন্যাস রচনা করতে গিয়ে দ্বিধায় পড়ে যায়। কি নিয়ে কি গল্প লিখবে স্থির করতে পারে না। এক সময়ে তার পুরনো শহর কলকাতায় ফিরে আসে। যেখানে তার জীবনের চমৎকার মধুর রোমান্টিক স্মৃতি অভিমন্যুকে নস্টালজিক করে তোলে। সাহিত্যিক অভিমন্যু ভালবাসত বিন্দুকে, যে ছিল একজন উঠতি নায়িকা। গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার উচ্চাশা ছিল মেয়েটির। অভিমন্যু বিন্দুর প্রেমে প্রচ-ভাবে আচ্ছন্ন ছিল। এক সময়ে বিন্দু হারিয়ে যায় অভিমন্যুর জীবন থেকে। লেখালেখির মাধ্যমে হারানো প্রেমকে আবার খুঁজে ফিরে পেতে চায় সে। নস্টালজিক প্রেমময় মুহূর্তগুলো তাকে শুধুই আচ্ছন্ন করে রাখে। এভাবে হারিয়ে যাওয়া প্রিয়তমা নারী টিকে আবার খুঁজে পেতে নানাভাবে চেষ্টা চালায় লেখক অভিমন্যু। এ রকম রোমান্টিক কাহিনীর সিনেমায় দর্শক নতুনত্বের স্বাদ পাবেন নিঃসন্দেহে বলা যায়। আজকাল বলিউডি ধাঁচের সিনেমা হিসেবে ‘মেরি পেয়ারি বিন্দু’ দর্শকদের স্বস্তি ও আনন্দ দেবে। এ ছবির রোমান্টিকগল্পে অনেক দর্শক নিজের বাস্তব জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার মিল খুঁজে পাবেন। কলকাতা শহরের বাঙালী সামাজিক- সাংস্কৃতিক পটভূমিতে ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে। কলকাতার বেশ কয়েকজন প্রতিষ্ঠিত বাঙালী তারকা অভিনেত্রী অভিনয় করেছেন বলিউডের এই হিন্দী সিনেমায়। তাদের মধ্যে অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়ের কথা বলা যায়। ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির মাধ্যমে দুই বছর পর, আবার নায়িকা রূপে পর্দায় ফিরে আসছেন। পরিণীতি চোপড়া তাকে শেষ বারের মতো পর্দায় দেখা গেছে ‘কিল দিল’ ছবিতে। সেটাও ছিল ইয়াশরাজ ফিল্মসের ছবি। মূলত ইয়াশারাজ ফিল্মসের আবিষ্কার এই সুন্দরী অভিনেত্রী বিখ্যাত এই ব্যানারের সিনেমাতেই বেশি অভিনয় করেছেন। তার অভিনীত গত বেশ কয়েকটি ছবি বক্সঅফিসে আশানুরূপ সাফল্য না পাওয়ায় অনেকটা হতাশ হয়ে পড়েছিলেন পরিণীতি চোপড়া। ইংল্যান্ড থেকে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা শেষ করে বলিউডে পা রাখা এই সম্ভাবনাময় অভিনেত্রী একজন সুগায়িকাও বটে। ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে তিনি তা প্রমাণ করেছেন। এখানে নায়িকা বিন্দুর চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিণীতি একটি চমৎকার রোমান্টিক গানে প্লেব্যাক করেছেন। তার গাওয়া গান ‘মানা কে হাম ইয়ারা নাহিন’ ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক-শ্রোতাদের। মুখে মুখে ফিরছে পরিণীতি চোপড়ার গাওয়া প্রথম ফিল্মি গানটি। দুই বছর বিরতির পর রুপালি পর্দায় তার প্রত্যাবর্তন ঘটছে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির মাধ্যমে। পরিণীতির এই কামব্যাক মুভির দিকে এখন সবার মনোযোগ। গত বছর ‘ঢিসুম’ ছবিতে একটি আইটেম সং-এ তাকে পারফর্ম করতে দেখা গেছে। আগামীতে পরিণীতি চোপড়াকে দেখা যাবে ‘গোলমাল এগেইন’ এবং ‘টাকডুম’ ছবিতে। অন্যদিকে গায়ক অভিনেতা আয়ুশ্মান খুরানা সর্বশেষ অভিনয় করেন ইয়াশরাজ ফিল্মসের হিট সিনেমা ‘দম লাগাকে হেইশা’য়। সেখানে তার চমৎকার অভিনয় সবার প্রশংসা অর্জন করে। ‘মেরি পেয়ারি বিন্দু’র পর আয়ুশ্মানকে দেখা যাবে ‘মনমর্জিয়া’ ছবিতে। যেখানে আবার তিনি পর্দা জুটি বেঁধেছেন দম লাগাকে হেইশা’র নায়িকা ভূমি পেডনেকারের সঙ্গে।
×