ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে ডিবিএইচ মিউচুয়াল ফান্ড

প্রকাশিত: ০৫:৪১, ১১ মে ২০১৭

দরবৃদ্ধির শীর্ষে ডিবিএইচ মিউচুয়াল ফান্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দরবৃদ্ধির শীর্ষে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। শেয়ারটির দর ৬০ পয়সা বা ৭ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। এটিই ছিল কোন কোম্পানির সর্বোচ্চ দরবৃদ্ধি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৪ বারে ১ লাখ ৬ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ ১ হাজার টাকা। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এছাড়া এদিন কোম্পানিটি ১ হাজার ৬০১ বারে ৩৮ লাখ ১৩ হাজার ৬০১টি শেয়ার লেনদেন করে।
×