ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার সংশ্লিষ্টরা মানি লন্ডারিং বিষয়ে সতর্ক

প্রকাশিত: ০৫:৪১, ১১ মে ২০১৭

পুঁজিবাজার সংশ্লিষ্টরা মানি লন্ডারিং বিষয়ে সতর্ক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের অর্থনীতির টেকসই উন্নয়নে দেশের পুঁজিবাজারের বড় ভূমিকা রাখছে। এই কারণে পুঁজিবাজার সংশ্লিষ্টরা মানি লন্ডারিংয়ের বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে আছেন। পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পক্ষের মানিলন্ডারিংয়ের বিরুদ্ধে এ সতর্কাবস্থান বাংলাদেশের পুঁজিবাজার তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকে আরও বেগবান করছে। ৫ ও ৬ মে, ২০১৭ তারিখে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে অনুষ্ঠিত ক্যামেলকোর এই সম্মেলন বক্তারা এসব কথা বলেন। গত শুক্র ও শনিবার পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের যৌথ উদ্যোগে কেমেলকো সম্মেননে বক্তারা এ কথা বলেন। এ সম্মেলনে পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিঃ, সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম অব বাংলাদেশ লিঃ, ডিএসই ব্রোকার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন, এ্যাসোসিয়েশন অব এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ এ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডস ও সিকিউরিটিজ কাস্টডিয়ান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের জেনারেল ম্যানেজার ও অপারেশনাল হেড দেবপ্রসাদ দেবনাথের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়্যাল ইন্টিলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোঃ রাজী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোঃ আমজাদ হোসেন ও অধ্যাপক ড. স্বপন কুমার বালা, এফসিএমএ।
×