ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রথম প্রান্তিকে সিঙ্গারের ইপিএস বেড়েছে

প্রকাশিত: ০৫:৪০, ১১ মে ২০১৭

প্রথম প্রান্তিকে সিঙ্গারের ইপিএস বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথম প্রান্তিকে সিঙ্গারের ব্যবসা বাড়ায় টার্নওভার বেড়েছে ২৬ শতাংশ। এতে মুনাফায় ২৪ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। আর এপ্রিলে কোম্পানিটিতে বিদেশীদের বিনিয়োগ ৫.৫ শতাংশ বেড়েছে। প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৭-মার্চ’১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৯ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৮০ টাকা। প্রবৃদ্ধি ২৪ শতাংশ। এই সময়ে কোম্পানিটির টার্নওভার হয়েছে ১৭৭ কোটি টাকা। যা আগের বছর ছিল ১৪০ কোটি টাকা। এছাড়া শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) ৮.০৫ টাকা (মাইনাস) এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৬.৩৮ টাকা। এদিকে এপ্রিল মাসে কোম্পানিটিতে বিদেশীদের বিনিয়োগ ১.৬০ শতাংশ থেকে ৫.৫ শতাংশ বেড়ে ৭.১০ শতাংশ হয়েছে।
×