ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাজারে স্বর্ণের দাম কমার প্রভাব নেই

প্রকাশিত: ০৫:৪০, ১১ মে ২০১৭

বাজারে স্বর্ণের দাম কমার প্রভাব নেই

দামের উত্থানপতনের পরও স্বস্তিতে নেই স্বর্ণের বাজার। বিক্রেতারা বলছেন, দাম বাড়া-কমায় স্বর্ণের বিক্রিতে খুব প্রভাব পড়েনি। ক্রেতা তার প্রয়োজনে বাধ্য হয়েই বাজারদর দিয়ে গহনা কিনে থাকেন। চলতি বছর দুই দফায় দাম বাড়ার পর প্রথমবারের মতো দাম কমল স্বর্ণের। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৪৫ হাজার ৮৯৮ টাকা। বাঙালী নারীর সাজের অন্যতম উপকরণ গহনা। আর এ ক্ষেত্রে যুগ যুগ ধরে সিংহাসন দখল করে আছে স্বর্ণের গহনা। স্বর্ণের গহনা কেবল সৌন্দর্যই নয়, ফুটিয়ে তোলে আভিজাত্যও। তাই তো এর কদর কমেনি একটুও। বিশ্ব অর্থনীতির বিভিন্ন সূচকের ওঠানামায় দামেও পরিবর্তন আসে এই মূল্যবান ধাতুর। যে প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই দফা দাম বাড়ার পর এবার কমল। তবে দাম কমলেও বিক্রির ক্ষেত্রে তেমন প্রভাব পড়ে না বলে জানান বিক্রেতারা। বলেন, ক্রেতা তার প্রয়োজনে বাধ্য হয়েই বাজারদর দিয়ে গহনা কিনে থাকেন। -অর্থনৈতিক রিপোর্টার
×