ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রকল্প বাস্তবায়নকালে নির্মাণসামগ্রীর গুণগত মান তদারকি হচ্ছে না

প্রকাশিত: ০৫:৩৮, ১১ মে ২০১৭

প্রকল্প বাস্তবায়নকালে নির্মাণসামগ্রীর গুণগত মান তদারকি  হচ্ছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকল্প বাস্তবায়নকালে নির্মাণসামগ্রীর গুণগত মান তদারকি হচ্ছে না। ফলে স্থায়িত্ব হারাচ্ছে উন্নয়ন স্থাপনা, বাড়ছে সময় ও অর্থ অপচয়। পাশাপাশি থাকছে দুর্ঘটনার ঝুঁকিও। সরকারী বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের এমন সব অসঙ্গতি উঠে এসেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ- আইএমইডির এক প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, সরকারকে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে আরও সতর্ক হতে হবে। স্বাধীনতা লাভের পরের বছরে দেশের এডিপির আকার ছিল ৫শ’ কোটি টাকা; আর আগামী অর্থবছরে এর পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৫৩ হাজার কোটিতে। সময়ের সঙ্গে বেড়েছে এডিপির আকার; তবে পুরনো চক্রেই ঘুরপাক খাচ্ছে বাস্তবায়নের সমস্যাগুলো। প্রতিবেদনটি বলছে, প্রকল্প গ্রহণের আগে রাজনৈতিক অভিলাষকেই বেশি গুরুত্ব দেয়া হয়; করা হয় না সম্ভাব্যতা যাচাই। অপ্রয়োজনীয় ও সমন্বয়হীন প্রকল্পের ফলে জনভোগান্তি বাড়ে। উন্নয়ন কাজের নির্মাণসামগ্রীর মান তদারকি করা হয় না। অনুমোদন ছাড়াই ব্যয় বৃদ্ধি, বারবার প্রকল্পের পরিচালক পরিবর্তন এবং অদক্ষ জনবলের কারণে মন্থর হয়ে পড়ে কাজের গতি। বাস্তবায়নের পর তা দেখভালের লোকবল থাকে না। উন্নয়ন কাজের সুফল নিশ্চিত ও টেকসই উন্নয়নের সুফল নিশ্চিত করতে সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
×