ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার অবস্থার উন্নতি হয়নি

কাতারে লাইফ সাপোর্টে

প্রকাশিত: ০৫:৩৬, ১১ মে ২০১৭

 কাতারে লাইফ সাপোর্টে

দেলওয়ার হোসেন, সুইডেন থেকে॥ একাত্তরের বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। গত ৩ মে থেকে তিনি কাতারের আল ওয়াকার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। সুইডেন প্রবাসী বাংলাদেশের এই বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা উচ্চ মাত্রার ডায়াবেটিস ও কিডনীর জটিল সমস্যায় ভুগছেন। তার দেহে ডায়ালাইসিস করা শুরু হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে মামার সহধর্মিণী জানিয়েছেন, রোগীর অবস্থার উন্নতি হলে এম আর আই করা হবে । ’৭১ এর কুখ্যাত কসাই রাজাকার বলে খ্যাত যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া দ্বিতীয় রাজসাক্ষী, একাত্তরের যুদ্ধদিনে ঢাকার মিরপুর-মোহাম্মদপুর এলাকায় বীরত্বপূর্ণ সফল অপারেশন পরিচালনাকারী দুর্ধর্ষ গেরিলা কমান্ডার ও মামা বাহিনীর প্রধান শহীদুল হক মামা ঢাকা থেকে কাতার এয়ার ওয়েজে সুইডেন আসার পথে গত ২৯ এপ্রিল বিমানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দোহার আল ওয়াকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটতে থাকলে গত ৩ মে থেকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে রাখা হয় । বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কাতার সফররত বাংলাদেশের পররাস্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রনালয়সহ স্থানীয় বাংলাদেশ দূতাবাস উক্ত রোগী এবং সেখানে মামার পরিবারের নিয়মিত খোঁজ-খবর করছেন।
×