ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফাইনাল নিশ্চিতের মিশন ম্যানইউর

প্রকাশিত: ০৫:৩৫, ১১ মে ২০১৭

ফাইনাল নিশ্চিতের মিশন ম্যানইউর

স্পোর্টস রিপোর্টার ॥ ফাইনাল নিশ্চিতের মিশনে আজ রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। উয়েফা ইউরোপা লীগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রেড ডেভিলসদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগো। ম্যানইউর মাঠ ওল্ডট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আজ সেমির দ্বিতীয় লেগের আরেক ম্যাচ মুখোমুখি হচ্ছে হল্যান্ডের আয়াক্স ও ফ্রান্সের লিও। প্রথম লেগ ৪-১ গোলে জিতে ফাইনাল অনেকটাই নিশ্চিত করে রেখেছে আয়াক্স। অন্যদিকে ফাইনালে এক পা দিয়ে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। সেমিফাইনালের প্রথম লেগে ম্যানইউ ১-০ গোলে হারিয়ে এসেছে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোকে। ওই ম্যাচে রেড ডেভিলদের হয়ে জয়সূচক গোলটি করেন ১৯ বছর বয়সী স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। বড় কোন অঘটন না ঘটলে ২৪ মে স্টকহোমের ফাইনাল মহারণে দেখা হবে ম্যানইউ ও আয়াক্সের। ম্যানইউ চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে তিনবার। কিন্তু ইউরোপা লীগ জেতাটা তো দূরের কথা, ফাইনালেও যাওয়া হয়নি। এইবার সেই সুযোগ তাদের সামনে। প্রথম লেগে সেল্টার মাঠে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় ম্যানইউকে। বারবার তাদের আক্রমণ মুখ থুবড়ে পড়েছে স্বাগতিক গোলরক্ষক সার্জিও আলভেজের কাছে। প্রথমার্ধে এই আলভেজই রেড ডেভিলসদের তিনটি নিশ্চিত সুযোগে দেয়াল হয়ে দাঁড়ান। বিরতির পর ম্যাচের ৬৭ মিনিটে কপাল খোলে মরিনহো বাহিনীর। এ সময় ২০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রিকিকে আলভেজ বাধা পার করতে পারেন মার্কাস রাশফোর্ড। এই উঠতি তারকার শেষ মুহূর্তের গোলেই কোয়ার্টারে আন্ডারলেখট বাধা পেরোতে পেরেছিল ম্যানইউ। প্রতিপক্ষের মাঠে এই জয় স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে চোটজর্জর রেড ডেভিলস শিবিরে। ম্যানইউর জন্য যতটা না গুরুত্বপূর্ণ ইউরোপা লীগ শিরোপা জেতা তার বেশি প্রয়োজন চ্যাম্পিয়ন্স লীগে কোয়ালিফায়িং করা। আর ইউরোপা লীগ শিরোপা জয়ই সেই দরজা খুলে দিতে পারে এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লীগে পয়েন্ট টেবিলে পাঁচে থাকা মরিনহো শিষ্যদের জন্য। টুর্নামেন্টটির চ্যাম্পিয়নরা পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে জায়গা পায়। দ্বিতীয় লেগের ম্যাচের আগে ম্যানইউ তারকা এ্যান্ডের হেরেরা বলেন, আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। ফাইনালে খেলার জন্য সবাই মুখিয়ে আছে। এজন্য সেরাটা দিতেও প্রস্তুত। স্প্যানিশ মিডফিল্ডার বলেন, আমাদের দলটি দারুণ। প্রতিপক্ষও সহজ নয়। ওরা প্রথম লেগে ভাল খেলেছে। তাই সতর্ক হয়েই খেলতে হবে আমাদের। ম্যানইউ কোচ জোশে মরিনহো বলেন, সেল্টা সহজ প্রতিপক্ষ না। সেটা প্রথম লেগে তারা বুঝিয়ে দিয়েছে। আমাদের সংগ্রাম করেই জয় পেতে হয়েছে। দ্বিতীয় লেগেও আমরা জয়ের জন্য খেলব, তবে ওদের খাটো করে দেখার সুযোগ নেই। এদিকে ম্যানইউতে যাওয়ার কোন আগ্রহ নেই বলে জানিয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও এ্যাগুয়েরো। বেশ কিছুদিন ধরেই গুজব, এ্যাগুয়েরো ইউনাইটেডে যাচ্ছেন। এনিয়ে বেশ বিতর্কেরও জন্ম হয়েছে। পেপ গার্ডিওলার গুডবুকে ইতোমধ্যেই আর্সেনাল তারকা এ্যালেক্সিস সানচেজ ঢুকে পড়ায় এই গুজবটা আরও জোরালো হয়। মৌসুমের শেষে গার্ডিওলার সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন এ্যাগুয়েরো। শোনা যাচ্ছে, ম্যানইউ বেশ কিছুদিন ধরেই এ্যাগুয়েরোকে দলে ভেড়ানোর জন্য বড় অর্থের প্রস্তাব করে আসছিল। বোনাস বাদে বার্ষিক প্রায় ১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তারা আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে চায়। কিন্তু এ্যাগুয়েরোর এক ঘনিষ্ঠ সূত্র এই গুজবকে হাস্যকর বলেছেন। তিনি দাবি করেছেন এ ধরনের কোন যোগাযোগই ম্যানইউর সঙ্গে হয়নি। পাশাপাশি সূত্রটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ২৮ বছর বয়সী এ্যাগুয়েরোর ওল্ডট্র্যাফোর্ডে যাওয়ার কোন সুযোগ নেই।
×