ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাইওনিয়ার ফুটবল ইলিয়াছ সংসদের বড় জয়

প্রকাশিত: ০৫:৩৫, ১১ মে ২০১৭

পাইওনিয়ার ফুটবল ইলিয়াছ সংসদের বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ পাইওনিয়ার ফুটবল লীগে বড় জয় কুড়িয়ে নিয়েছে ইলিয়াছ আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ। বুধবার আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১৯-০ গোলে বিধ্বস্ত করে আরএনডি ক্রীড়াচক্রকে। বিজয়ী দলের জীবন হ্যাটট্রিকসহ ৫ গোল করে ম্যাচসেরা হয়। এছাড়া অন্যান্য ম্যাচে চাঁদপুর ফুটবল একাডেমি ১-০ গোলে নাসরিন স্পোর্টস একাডেমিকে, মাদারবাড়ী শোভানিয়া ক্লাব, চট্টগ্রাম ৭-০ গোলে গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে, ইলু স্মৃতি সংসদ ১-০ গোলে মোনেম মুন্না স্মৃতি সংসদকে, নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ৫-০ গোলে তারেক রহমান স্পোর্টিং ক্লাবকে, কামরুল স্পোর্টিং ক্লাব ১-০ গোলে গাজীপুর একাদশকে, মঞ্জু ফুটবল একাডেমি ৩-২ গোলে খেলাঘর ক্রীড়াচক্রকে হারায়। এছাড়া মাদ্রাসাপাড়া স্পোর্টিং ক্লাব ১-১ গোলে উত্তরণ যুব সংসদের সঙ্গে ড্র করে। স্বাধীনতা দিবস টেনিসের ফল স্পোর্টস রিপোর্টার ॥ ‘সুইস পেপার স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা’য় বুধবারের খেলায় মহিলা এককে বিকেএসপির আফরানা ইসলাম প্রীতি ৬-২, ৬-২ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের রাজনিতা চৌধুরীকে, জেরিন সুলতানা জলি ৬-২, ৬-০ গেমে বিকেএসপির রিনভি আখতারকে, বিকেএসপির পপি আক্তার ৬-০, ৬-২ গেমে একই ক্লাবের ইতি আক্তারকে এবং বিকেএসপির ঈশিতা আফরোজ ৬-১, ৬-১ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের আয়েশা সুলতানাকে হারিয়ে সেমিফাইনালে; পুরুষ এককে জাতীয় টেনিস কমপ্লেক্সের দেলোয়ার হোসেন ৬-২, ৬-৪ গেমে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের রুম্মনকে, আমেরিকান ক্লাবের মিলন হোসেন ৬-২, ৬-১ গেমে নরসিংদী টেনিস ক্লাবের দেলোয়ার হোসেনকে, রুবেল হোসেন ৭-৬, ৪-৬, ৬-২ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের হানিফ মুন্নাকে, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায় ৬-২, ৬-৩ গেমে মানিকগঞ্জ টেনিস ক্লাবের মোঃ সেলিমকে, আমেরিকান ক্লাবের আরিফ হোসেন ৬-১, ৬-৪ গেমে অফিসার্স ক্লাবের মোঃ রানাকে, নরসিংদী টেনিস ক্লাবের আখতার হোসেন ৬-১, ৬-১ গেমে একই ক্লাবের ওমর ফারুক সানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। এদিকে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট। টুর্নামেন্টের মাঝপথেই এক খেলোয়াড়কে বহিষ্কার করেছে টেনিস ফেডারেশন। ব্যক্তিগত ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত বলে অভিযোগ সংশ্লিষ্ট খেলোয়াড় ও তার দলের। মঙ্গলবার খেলা চলাকালীন সময়ে নরসিংদী জেলা দলের খেলোয়াড় আনোয়ার আহমেদকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করে টেনিস ফেডারেশন। ফাহাদের শিরোপা অক্ষুণœ স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় জুনিয়র (অনুর্ধ-২০) দাবা চ্যাম্পিয়নশিপস ওপেন ও বালিকা বিভাগে সপ্তম রাউন্ডের খেলা শেষে গতবারের জুনিয়র চ্যাম্পিয়ন ফিদেমাস্টার ফাহাদ রহমান ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বুধবারের খেলায় তাহসিন তাজওয়ার জিয়াকে হারিয়ে ফাহাদ ১ ম্যাচ হাতে রেখেই শিরোপা জেতে।
×