ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে সাব্বির ও তামিমের ব্যাটিং ঝড়

প্রকাশিত: ০৫:৩৪, ১১ মে ২০১৭

প্রস্তুতি ম্যাচে সাব্বির ও তামিমের ব্যাটিং ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ড ওলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ঝড় তুললেন সাব্বির রহমান রুম্মন ও তামিম ইকবাল। ১৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন তামিম। ৭৪ বলে ১৪ চার ও ২ ছক্কায় ৮৬ রানের ইনিংস খেললেন তামিম। তবে সাব্বির সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেননি। ৮৬ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১০০ রান করেন। এই রান করে রিটায়ার্ড হার্টও হন সাব্বির। দল সাব্বির ও তামিমের দুর্দান্ত ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৯৪ রান করে। এই দুইজনের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ ৪৯, সাকিব আল হাসান ৪৪, মুশফিকুর রহীম ৪১, মোসাদ্দেক হোসেন সৈকত ৩১ রান করেন। এই প্রস্তুতি ম্যাচেও ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করে দেখালেন। খানিক ইনজুরির জন্য সাসেক্সের প্রস্তুতি ক্যাম্পে ঠিকমতো অংশ নিতে পারেননি তামিম। এমনকি দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। কিন্তু ফিট হয়ে আবার মাঠে ফিরেছেন। ফিরেই দেখিয়েছেন ব্যাটিং ঝলক। শুক্রবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনজাতি সিরিজ খেলা শুরু করবে বাংলাদেশ। এরআগে তামিমের এ ইনিংস এবং বাংলাদেশ ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিং দলের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বাড়িয়ে দিয়েছে। যদি যে দলটির বিপক্ষে খেলা হয়েছে, সেই দলটি আহামরি কিছু নয়। তারপরও রান করা মানেই হচ্ছে আত্মবিশ্বাস বেড়ে যাওয়া। তা যে দলের বিপক্ষেই হোক। আর সবাই যখন রান পান, দল যখন ভাল খেলে; তখন পুরো দলই চাঙ্গা থাকে। বাংলাদেশ দল ইংল্যান্ড সফরে এখন পর্যন্ত দুর্দান্ত খেলেই চলেছে। সাসেক্সে গিয়ে প্রস্তুতি ক্যাম্প করে দল। সেই ক্যাম্পটা দুর্দান্তভাবে কাটায় দলের ক্রিকেটাররা। শেষটা দুর্দান্তভাবেই হয়। সাসেক্সের বিপক্ষে ১৩৪ রানের বড় জয় দিয়েই ক্যাম্প শেষ করে। সাসেক্সে ৯দিনের প্রস্তুতি ক্যাম্প হয়। বাংলাদেশ দল ভালই প্রস্তুতি সেরে নিতে পেরেছে। ডিউক অব নরফোকের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ম্যাচটি যদিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। তবে বাংলাদেশ দলের ব্যাটিং প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছে। এরপর সাসেক্সের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলতে নামেন মুশফিকরা। এ ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অসাধারণ নৈপুণ্য দেখায় দল। অনায়াসেই তিন শ’ রান অতিক্রম করে ফেলে বাংলাদেশ দল। বাংলাদেশ নরফোকের বিপক্ষে ৭ উইকেটে ৩৪৫ রান করেছিল। আর সাসেক্সের বিপক্ষে করেছিল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান। তার মানে ব্যাটিংটা ইংল্যান্ড কন্ডিশনে রপ্তই হয়ে গেছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের। আবার প্রতিপক্ষকে ১৮০ রানে অলআউটও করে দেয় বাংলাদেশ। ইমরুল কায়েস তো দুর্দান্ত ব্যাটিং করেন। তামিমের পরিবর্তে ওপেনিংয়ে নামার সুযোগ পেয়ে ৭৮ বলে ১২ চার ও এক ছক্কায় ৯২ রান করেন। এই রান করে আবার স্বেচ্ছায় অবসরও (রিটায়ার্ড হার্ট) নেন। তবে যেই তামিম ফিরলেন, ইমরুলকে একাদশের বাইরে থাকতে হলো। প্রথম প্রস্তুতি ম্যাচে সৌম্য সরকার ৭৩ রান করেছিলেন। সাসেক্সের বিপক্ষে সাব্বির ৫২ রান করে আউট হয়ে যান। প্রথম প্রস্তুতি ম্যাচে মুশফিক দেখিয়েছিলেন ঝলক। অপরাজিত ১৩৪ রান করেছিলেন। সাসেক্সের বিপক্ষেও ৪০ রানের ইনিংস খেলেন। ব্যাটসম্যানরা আয়ারল্যান্ড ওলভসের বিপক্ষে ম্যাচটিতেও দারুণ ব্যাটিং করে দেখালেন। এ ম্যাচটি শেষে তিনজাতি সিরিজে নামার পালা বাংলাদেশের। তিনজাতি সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলবে শুক্রবার। প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। এরপর ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পর ১৯ মে আবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। তিনজাতি সিরিজে সর্বশেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে ২৪ মে। প্রতিপক্ষ থাকবে নিউজিল্যান্ড। ম্যাচগুলো আয়ারল্যান্ডের ডাবলিনের মালাহিদ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে হবে। এরআগে আয়ারল্যান্ডে একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং অনুশীলন করে নিল বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। সেঞ্চুরি করে সাব্বির ও ১৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করে তামিম ব্যাটিং ঝড় তুললেন।
×