ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ

আজ শুরু নবম রাউন্ড

প্রকাশিত: ০৫:৩৪, ১১ মে ২০১৭

আজ শুরু নবম রাউন্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের লীগ পর্বের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। দলগুলোর আর মাত্র তিনটি ম্যাচ বাকি। এরপরই সুপার লীগের বাজনা বাজবে। আজ নবম রাউন্ড মাঠে গড়াবে। নবম রাউন্ডে আজ ফতুল্লায় আবাহনী লিমিটেড ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, বিকেএসপি তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব এবং বিকেএসপি চার নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ মুখোমুখি হবে। এরপর মাঝখানে চারদিন বিরতি থাকবে। বিরতি শেষে ১৬ মে বিকেএসপি তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন, বিকেএসপি চার নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ও কলাবাগান ক্রীড়াচক্র এবং ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্স ও খেলাঘর সমাজকল্যাণ সমিতি লড়াই করবে। এ মুহূর্তে লীগের সুপার লীগে খেলা নিশ্চিত করে ফেলেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলটি টানা আট ম্যাচ জিতেছে। পয়েন্ট তালিকার শীর্ষেও আছে। এককভাবে শীর্ষস্থান অক্ষুণœœ রেখেছে। এখন দলটি শুধু পয়েন্ট ভা-ার মজবুত করে যাওয়ার লক্ষ্যেই খেলবে। লীগে ১২টি দল খেলছে। প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রতিটি দল খেলবে ১১টি ম্যাচ। লীগ পর্বের গ-ি অতিক্রম করতে পারবে না ভিক্টোরিয়া (০ পয়েন্ট), পারটেক্স (২ পয়েন্ট) ও কলাবাগান (২ পয়েন্ট)। তা নিশ্চিত হয়ে গেছে। এমনকি এ তিন দলের রেলিগেশন লীগ খেলার সম্ভাবনাও থাকছে। ৬ পয়েন্ট করে পাওয়া খেলাঘর ও ব্রাদার্স রেলিগেশন লীগ এড়ানোর পর্যায়ে আছে। এমনকি এখন থেকে সবকটি ম্যাচ জিততে পারলে খেলাঘর ও ব্রাদার্স সুপার লীগে খেলার সম্ভাবনায় আছে। এজন্য অবশ্য কঠিন পথই পাড়ি দিতে হবে। সুপার লীগে না খেলতে পারলেও রেলিগেশন লীগ এড়াতে পারলেই আগামী মৌসুমে লীগ খেলা নিশ্চিত হয়ে যাবে। এই পাঁচটি দল বাদে আর থাকে ৭টি দল। ১০ পয়েন্ট করে পাওয়া রূপগঞ্জ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মোহামেডান ও প্রাইম দোলেশ্বর সুপার লীগে খেলার সম্ভাবনায় ভালভাবেই আছে। ১২ পয়েন্ট পাওয়া আবাহনী এ দলগুলোর চেয়ে একটু সুবিধাজনক অবস্থায় আছে। আর ১৬ পয়েন্ট নিয়ে গাজী গ্রুপতো সুপার লীগে খেলা নিশ্চিতই করে নিয়েছে। ছয় দল খেলবে সুপার লীগে। গাজী গ্রুপ সবার আগে সুপার লীগে উঠে গেছে। কিভাবে? রূপগঞ্জ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মোহামেডান, প্রাইম দোলেশ্বর ১০ পয়েন্ট এবং আবাহনী ও প্রাইম ব্যাংক ১২ পয়েন্ট পেয়েছে। সব দলেরই যেহেতু তিনটি করে ম্যাচ রয়েছে, ৬ পয়েন্ট করে পাওয়ার সম্ভাবনা আছে। তাতে করে ১৬ পয়েন্ট বা তার বেশি পয়েন্ট হওয়ারও সম্ভাবনা থাকবে। তবে ১০ ও ১২ পয়েন্ট করে থাকা দলগুলোর মধ্যে ম্যাচ রয়েছে। পরস্পরের বিপক্ষে একাধিক দল খেলবে। ১০ পয়েন্ট পাওয়া দলগুলোর মধ্যে যে কোন দুটি দল পরস্পরের বিপক্ষে খেললেই গাজী গ্রুপ থেকে পিছিয়ে পড়বে। যে দল হারবে তাদের আর ১৬ পয়েন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তার মানে গাজী গ্রুপ টানা আট ম্যাচ জিতেই সুপার লীগে খেলা নিশ্চিত করে ফেলেছে। সুপার লীগে খেলার সম্ভাবনায় ভালভাবেই আছে রূপগঞ্জ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মোহামেডান ও প্রাইম দোলেশ্বর এবং আবাহনী ও প্রাইম ব্যাংক। আর বাকি রয়েছে পাঁচ দল। মূলত এখন ছয় দল থেকেই আর পাঁচ দলের সুপার লীগে খেলার সম্ভাবনা বেশি। আজ থেকে নবম রাউন্ড শুরু। আর হাতে থাকবে দুই রাউন্ড। এখন থেকে সুপার লীগে খেলার সম্ভাবনায় থাকা যে দল হারবে, তাদেরই সুপার লীগে খেলার আশার আলো নিভতে থাকবে। শেষ পর্যন্ত গাজী গ্রুপের সঙ্গে আর কোন্ পাঁচটি দল সুপার লীগে খেলা নিশ্চিত করে নিতে পারে।
×