ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদ্রিদে সিমোনা হ্যালেপ-স্টোসারের জয়

প্রকাশিত: ০৫:৩৩, ১১ মে ২০১৭

মাদ্রিদে সিমোনা হ্যালেপ-স্টোসারের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন সিমোনা হ্যালেপ। মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডেও জয়ের দেখা পেয়েছেন তিনি। মঙ্গলবার রোমানিয়ার এই টেনিস তারকা কঠিন লড়াইয়ের পর ৬-৩, ২-৬ এবং ৭-৬ (৭/২) সেটে পরাজিত করেন ইতালিয়ান তারকা রবার্তা ভিঞ্চিকে। সেইসঙ্গে শিরোপা ধরে রাখার পথে একধাপ এগিয়ে গেলেন তিনি। টুর্নামেন্টের তৃতীয় বাছাই সিমোনা হ্যালেপ ছাড়াও এদিন মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে জয়ের দেখা পেয়েছেন কোকো ভেন্ডেওয়েগে, কিকি বার্টেন্স এবং অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। তবে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছেন সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা। ফ্রান্সের অখ্যাত ওসিয়ান ডোদিন ৬-২, ৬-৪ সেটে পরাজিত করেন চতুর্থ বাছাই সিবুলকোভাকে। মাদ্রিদ ওপেনের শুরু থেকেই এবার অঘটন দেখছে টেনিসপ্রেমীরা। গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা, চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা, স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজা এমনকি ছিটকে গেছেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভাও। মঙ্গলবার সমর্থকদের ভয় ধরিয়ে দিয়েছিলেন সিমোনা হ্যালেপও। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রোমানিয়ার এই টেনিস তারকা। যে কারণেই টেনিসপ্রেমীদের আলাদা দৃষ্টি ছিল এই ম্যাচে। প্রথম সেট অবশ্য ৬-৩ গেমে জিতে দারুণভাবেই শুরু করেন তিনি। কিন্তু দাপট খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেননি রোমানিয়ান তারকা। দ্বিতীয় সেটেই ভিঞ্চির কাছে ৬-২ সেটে বিধ্বস্ত হন তিনি। এরপর জমে ওঠে তৃতীয় সেটও। কিন্তু শেষ পর্যন্ত হ্যালেপের কাছে পেরে উঠতে পারেননি রবার্তা ভিঞ্চি। ৩৪ বছর বয়সী রবার্তা ভিঞ্চিকে হতাশায় ডুবিয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন হ্যালেপ। ম্যাচ শেষে নিজের পারফর্মেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সিমোনা হ্যালেপ। এ প্রসঙ্গে তৃতীয় বাছাই নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘তার বিপক্ষে খেলাটা কখনই সহজ ছিল না। বিশেষ করে তার বিপক্ষে ফিরতি শট খেলাটা খুবই কঠিন। আজ সে অবিশ্বাস্য খেলেছে। তার বিপক্ষে তো আমি হারের খুব কাছাকাছিই চলে গিয়েছিলাম। কিন্তু মানসিকভাবে শক্ত ছিলাম, মনোযোগ ধরে রেখেছি আমি। কখনই হাল ছেড়ে দেইনি। তার বিপক্ষে জিততে এটাই অবশ্য আমাকে সহায়তা করেছে।’ পরের রাউন্ডে হ্যালেপের প্রতিপক্ষ এখন সামান্থা স্টোসার। অস্ট্রেলিয়ান এই টেনিস তারকা দ্বিতীয় রাউন্ডে ৬-৩ ও ৭-৫ সেটে পরাজিত করেছেন কলম্বিয়ার মারিয়ানা ডুকুইকে। অস্ট্রেলিয়ান তারকার বিপক্ষে এর আগেও অনেকবার খেলেছেন হ্যালেপ। তাই অভিজ্ঞতাও বেশ ভাল। তবে প্রতিপক্ষকে মোটেও হাল্কাভাবে নিচ্ছেন না তিনি। এ বিষয়ে ৩০ বছর বয়সী হ্যালেপ বলেন, ‘সামকে আমি খুব ভাল করেই চিনি। আমরা একে অপরের বিপক্ষে অনেকবারই মুখোমুখি হয়েছি। তবে এই ম্যাচটা যে খুব কঠিন হবে তা আর বলার অপেক্ষা রাখে না।’ গত বছর মাদ্রিদ ওপেনের সেমিফাইনালেই স্টোসারকে হারিয়েছিলেন হ্যালেপ। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান এবারও। এ বিষয়ে তিনি বলেন, ‘তার বিপক্ষে গত বছরও এখানে খেলেছি আমি। তাই তার বিপক্ষে যে কিভাবে খেলতে হবে তা আমার ভালই জানা। তার বিপক্ষে আমি আক্রমণাত্মক মানসিকতা নিয়েই খেলব।’ দিনের অন্য ম্যাচে হল্যান্ডের কিকি বার্টেন্স ৬-২ ও ৬-২ সেটে পরাজিত করেছেন সুইজারল্যান্ডের টিমিয়া বাসিনস্কিকে। তবে দ্বিতীয় রাউন্ডের সবচেয়ে বড় অঘটন ছিল ডোমিনিকা সিবুলকোভার বিদায়। তাও আবার অখ্যাত ওসিয়ান ডোদিনের কাছে হেরে। ফরাসী এই খেলোয়াড়ের কাছে এদিন ৬-২ ও ৬-৪ সেটে পরাজিত করেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই ডোমিনিকা সিবুলকোভা। দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছেন জার্মানির লরা সিগেমুন্ডও। মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো ভেন্ডেওয়েগের কাছে ৬-২, ৪-৬ এবং ৬-৩ সেটে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন।
×