ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

র‌্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার সুযোগ বাংলাদেশের

প্রকাশিত: ০৫:৩৩, ১১ মে ২০১৭

র‌্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার সুযোগ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ এখন বাংলাদেশ আছে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে। শুক্রবার আয়ারল্যান্ডে শুরু হবে তিনজাতি সিরিজ। এদিন স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে মাশরাফি বিন মর্তুজাহীন বাংলাদেশ। এ সিরিজে ভাল ফল করতে পারলে র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ। সেই সঙ্গে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনাও বাড়িয়ে তুলবে। শ্রীলঙ্কাকেও ছয় নম্বর থেকে সাতে নামিয়ে দেবে বাংলাদেশ। প্রশ্ন উঠতে পারে, কিভাবে? তিনজাতি সিরিজে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। এ সিরিজে বাংলাদেশ, স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও খেলবে নিউজিল্যান্ড। একেক দল প্রতিপক্ষের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। যে দল সবচেয়ে বেশি পয়েন্ট পাবে, তারাই সিরিজের চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ যদি আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই জিতে, পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জিতে; তাহলেই র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে যাবে। আইসিসি থেকে মেইল বার্তায় বুধবার এমনটিই জানানো হয়েছে। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৪। এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট আছে ৯১। ছয় নম্বরে থাকা শ্রীলঙ্কার আছে ৯৩ পয়েন্ট। শ্রীলঙ্কা থেকে তখন ১ পয়েন্ট এগিয়ে যাবে বাংলাদেশ। আয়ারল্যান্ড যেহেতু বাংলাদেশ থেকে কম পয়েন্টে থাকা দল, র‌্যাঙ্কিংও তাদের ১২ (৪৩ রেটিং পয়েন্ট); তাই আইরিশদের বিপক্ষে জিতলে ১ রেটিং পয়েন্ট করে পাবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ড যেহেতু র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে, ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে; তাই কিউইদের হারালে মিলবে ২ পয়েন্ট। তাতে আয়ারল্যান্ডকে দুই ম্যাচে ও নিউজিল্যান্ডকে এক ম্যাচে হারাতে পারলে চার পয়েন্ট পেয়ে যাবে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে দেবে। লঙ্কানদের পেছনে ফেলা মানেই হচ্ছে বিশ্বকাপে খেলার সম্ভাবনাও জোরালো করে ফেলা। কারণ পাকিস্তান (৮৮ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে) ও ওয়েস্ট ইন্ডিজ (৭৯ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে) বাংলাদেশ থেকে অনেক পিছিয়েই থাকবে। বাংলাদেশ যদি আবার সবকটি ম্যাচে জিতে তাহলে ৯৭ পয়েন্ট হয়ে যাবে। কিন্তু কোনভাবে যদি আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ হারে ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ হেরে যায় তাহলে ৮৭ পয়েন্ট হয়ে যাবে। পাকিস্তান তখন সাত নম্বরে উঠে যাবে। বাংলাদেশ আট নম্বরে নেমে যাবে। আর যদি সবকটি ম্যাচে হারে বাংলাদেশ, তাহলে বিপদ ঘনিয়ে আসবে। ৮৩ পয়েন্ট হয়ে যাবে। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে। র‌্যাঙ্কিংয়ের সেরা আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকিদের বাছাইপর্ব খেলে বিশ্বকাপে অংশ নিতে হবে। যদি বাংলাদেশ তিনজাতি সিরিজে আশানুরূপ ফল করতে পারে তাহলে বিশ্বকাপে খেলার স্বপ্ন জিইয়ে থাকবে। সবার আশা নিউজিল্যান্ডের বিপক্ষে যাই হোক, আয়ারল্যান্ডকে হারাবে বাংলাদেশ। তাতে করে র‌্যাঙ্কিং ও রেটিং পয়েন্টে কোন সমস্যা হবে না। একই জায়গায় থাকবে বাংলাদেশ। তিনজাতি সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলবে শুক্রবার। প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। কিন্তু ম্যাচটি খেলতে পারবেন না ওয়ানডে অধিনায়ক মাশরাফি। কারণ সেøা ওভার রেটের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়ে আছেন তিনি। এরপর ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পর ১৯ মে আবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। তিনজাতি সিরিজে সর্বশেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে ২৪ মে। প্রতিপক্ষ থাকবে নিউজিল্যান্ড। ম্যাচগুলো আয়ারল্যান্ডের ডাবলিনের মালাহিদ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে হবে। সিরিজটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ তিন দল হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। কঠিন প্রতিপক্ষ সবগুলো। জেতার আশা থাকলেও হারের সম্ভাবনাও অনেক বেশি। তাই বিশ্বকাপের আশা জিইয়ে রাখতে হলে কিংবা খেলার সম্ভাবনা উজ্জ্বল করতে হলে তিনজাতি সিরিজে ভাল ফল করতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ জেতার সঙ্গে নিউজিল্যান্ডকেও যদি একটা ম্যাচে হারানো যায়, তাহলে র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ। সেটা হলে বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে যাবে।
×