ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রহস্যময় বিমান

প্রকাশিত: ০৫:৩১, ১১ মে ২০১৭

রহস্যময় বিমান

সবকিছুই রহস্যে ঘেরা। চরম গোপনীয়তার মধ্যেই সব কাজও সম্পন্ন হয়েছে। ব্যাপক গোপনীয়তা এবং রহস্যের মধ্যেই মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ বিমান মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছে দুই বছর পর। বলা হচ্ছে, মার্কিন বিমান বাহিনীর এক্স-৩৭বি বিমানটি দুই বছর ধরে গোপন মিশনে ছিল। এ বিমানটি মহাকাশে পাঠানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। কিন্তু গত দুই বছর ধরে এ বিমানটি মহাকাশের কক্ষপথে কী করছিল সেটি কেউ জানে না। একমাত্র মার্কিন কর্তৃপক্ষই জানে। কোন ঝামেলাই থাকে না আসলে। প্রোটেররা নামে একটি বাস প্রস্তুতকারক প্রতিষ্ঠান এ রকম একটি বাস তৈরির দাবি করেছে। এরই মধ্যে ফিনল্যান্ডের সমুদ্রপাড়ের রাস্তায় তা পরীক্ষামূলকভাবে চালানোও হয়েছে। তারা এই বাসটির মাধ্যমে তিনটি ধাপের একটি পরিকল্পনার কথা বলেছে, যার মাধ্যমে ভবিষ্যতে চালকবিহীন গাড়ি সবার জন্য সহজলভ্য হয়ে উঠবে। এই ধাপগুলো অনুসরণের ফলে জনগণের বাস চলাচল আরও নিরাপদ এবং কার্যকরী হয়ে উঠবে। প্রোটেররা কর্তৃপক্ষ তাদের এই প্রকল্পকে আখ্যা দিয়েছে ‘আমেরিকার প্রথম স্বয়ংক্রিয় বাস প্রকল্প।’ শুধুমাত্র বাসই নয় স্বয়ংক্রিয় গাড়ি, ট্রাক নিয়েও কাজ করছে তারা। -ম্যাশেবল অবলম্বনে।
×