ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হিলিতে খালাসের অপেক্ষায় চাল বোঝাই শতাধিক ট্রাক

প্রকাশিত: ০৫:৩০, ১১ মে ২০১৭

হিলিতে খালাসের অপেক্ষায় চাল বোঝাই শতাধিক ট্রাক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় চাল সঙ্কট দেখা দিয়েছে। চাহিদা মেটাতে ও চালের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে খাদ্য মন্ত্রণালয় চাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করায় হিলি স্থলবন্দরে চাল খালাস করছেন না আমদানিকারকরা। তাদের আশা, শুল্ক প্রত্যাহার করলে, তারা বিপুল অঙ্কের শুল্ক প্রদান করা থেকে অব্যাহতি পাবেন। যার কারণে বন্দরের ভেতর আটকা পড়েছে শতাধিক চালবোঝাই ট্রাক। এদিকে পণ্য খালাস না হওয়ায় বন্দরের ভেতর মানবেতর জীবনযাপন করছেন ট্রাকের চালক ও সহকারীরা। গত ৪ মে চালকল মিল মালিকদের সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম চাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান। এ খবর প্রকাশের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা চাল খালাস নেয়া বন্ধ রেখেছেন বন্দরের আমদানিকারকরা। হিলি স্থলবন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট রশিদুন নবী জানান, আগামী দুই একদিনের মধ্যে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত না হলে আমদানিকারকরা চাল খালাস করতে বাধ্য হবেন। ভারতীয় ট্রাকের চালকরা জানান, ৭-৮ দিন ধরে তারা হিলি স্থলবন্দরে রয়েছেন। এখনও চাল খালাস হচ্ছে না। সঙ্গে যে পরিমাণ টাকা তারা এনেছিলেন, সেটিও শেষ। ফলে তাদের খুব কষ্ট করে চলতে হচ্ছে। হিলি স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগবিষয়ক কর্মকর্তা সোহরাব হোসেন চাল খালাস না হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, চাল আমদানিতে শুল্ক আরোপের পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। সম্প্রতি চাহিদা বাড়ায় আবারও এ বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। শুল্ক প্রত্যাহারের আশায় বন্দরের ভেতরে এখন ১২০টি চালবোঝায় ট্রাক আটকা রয়েছে।
×