ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে দুই ভাই দগ্ধ

প্রকাশিত: ০৫:২৯, ১১ মে ২০১৭

রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে দুই ভাই দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মগবাজারে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে দুই ভাই দগ্ধ হয়েছে। দগ্ধ দুই শিশু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তারা প্রাথমিকভাবে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান। অন্যদিকে মতিঝিলে যুবককে গুলি চালিয়ে হত্যার চেষ্টাকারী এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার হয়নি। বুধবার সকাল সাড়ে দশটার দিকে রেলগেটসংলগ্ন ৬০২/ছ নম্বর ছয়তলা বাড়ির পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ওইসময় বাড়িটির চতুর্থতলায় বারান্দায় দুই ভাই সাজ্জাদ হোসেন বাপ্পী (১২) ও সাবিদ হোসেন আবির (৭) খেলছিল। বিস্ফোরণে ছিটকে পড়া আগুনে তারা দগ্ধ হয়। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বাপ্পী স্থানীয় ন্যাশনাল ব্যাংক স্কুলের ষষ্ঠ শ্রেণী আর আবির হলি চাইল্ড স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, বাপ্পীর শরীরের ১৮ শতাংশ এবং আবিরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মতিঝিলের জসিমউদ্দিন রোডে সন্ত্রাসী মোটরসাইকেলযোগে জাকির হোসেন (২৫) নামে একজনকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনার সময় জাকির একটি মোটরসাইকেলের পেছনে বসে যাচ্ছিল। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মতিঝিল থানার ওসি ওমর ফারুক জনকণ্ঠকে জানান, আহত জাকির হোসেন রামপুরা থানা এলাকার মাদক ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। জাকিরের মাথায়, কোমরে ও পিঠে গুলি লেগেছে। তবে আহত জাকির আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। মাদক ব্যবসা ও মাদক ব্যবসার টাকা-পয়সার ভাগবাটোয়ারা নিয়ে ঘটনাটি ঘটে থাকতে পারে।
×