ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এফবিআই প্রধানকে সরিয়ে দিলেন ট্রাম্প

প্রকাশিত: ০৫:২৪, ১১ মে ২০১৭

এফবিআই  প্রধানকে সরিয়ে  দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই পরিচালক জেমস কোমিকে মঙ্গলবার বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ই- মেইল কেলেঙ্কারির ঘটনা তদন্তে ভূমিকার কারণে কোমিকে বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসি ও এএফপির। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলা হয়, এফবিআইয়ের পরিচালকের পদ থেকে জেমস কোমিকে অব্যাহতি দেয়া হয়েছে। কোমির এ সরিয়ে দেয়ার ঘটনাকে ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে তুলনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট শিবির কোমিকে সরিয়ে দেয়ার পেছনে যড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাদের দাবি, নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারে রুশ যোগসাজশের অভিযোগ তদন্ত করছিল এফবিআই। এ কারণেই কোমিকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের বিষয়ে কোমিকে দেয়া চিঠিতে ট্রাম্প বলেন, তিনি এ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সুপারিশের সঙ্গে একমত হয়েছেন। সেই সুপারিশ ছিল কোমি আর পরিচালক হিসেবে এফবিআইকে কার্যকরভাবে নেতৃত্ব দেয়ার যোগ্য নন।’ কোমি যখন বরখাস্তের বিষয়টি জানতে পারেন, তখন তিনি লস এ্যাঞ্জেলেসে সহকর্মীদের এক সভায় বক্তব্য দিচ্ছিলেন। এফবিআইয়ের পরিচালকের পদের মেয়াদ থাকে ১০ বছর। ৫৬ বছর বয়সী কোমি চার বছর দায়িত্ব পালনের পর বরখাস্ত হলেন। পরবর্তী দায়িত্ব কে পাচ্ছেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি হোয়াইট হাউস। ওদিকে কোমিকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার বলে মত দিয়েছে রাশিয়া। বুধবার ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, কোমির সরিয়ে দেয়ার ঘটনায় ক্রেমলিনের কিছুই করার নেই।
×