ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘুমাচ্ছিলেন গয়েশ্বর, দুদু

খালেদা জিয়া তার ভাষণে ‘করা হবে’ শব্দটি ৩৩৫ বার উচ্চারণ করেছেন

প্রকাশিত: ০৫:২৩, ১১ মে ২০১৭

 খালেদা জিয়া তার ভাষণে ‘করা হবে’ শব্দটি ৩৩৫ বার উচ্চারণ করেছেন

স্টাফ রিপোর্টার ॥ ক্ষমতায় যেতে পারবেন কি না এমন আশাবাদ ব্যাক্ত না করলেও ক্ষমতায় গেলে কি করবেন তা প্রকাশ করতে গিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ৩৩৫ বার করা হবে শব্দটি উচ্চারণ করেছেন। বুধবার বিকেলে ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করে ‘ভিশন ২০৩০’ ঘোষণাকালে এই করা হবে শব্দগুলো উচ্চারণ করেন। এদিকে খালেদা জিয়ার প্রায় ২ ঘণ্টাব্যাপী বক্তব্যে নিজ দলের সিনিয়র নেতাদের মধ্যেও বিরক্তির উদ্রেক হয়। এ কারণে দর্শকসারিতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ বেশ ক’জনকে ঘুমাতে দেখা যায়। উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ক্ষমতায় গেলে কি করবেন প্রতিটি মন্ত্রণালয়ভিত্তিক বিস্তারিত ভিশন তুলে ধরেন। এ সময় তিনি এটা করা হবে ওটা করা হবে বলে ৩৩৫ বার করা হবে শব্দটি উচ্চারণ করেন। সংবাদ সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তারা ছাড়াও যারা টেলিভিশনে সরাসরি দেখছিলেন তাদের মনেও প্রশ্ন দেখা দিয়েছে তার এ বক্তব্যটি কে লিখে দিয়েছেন। একটি এত বড় রাজনৈতিক দলের চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর একটি লিখিত বক্তব্যে কিভাবে একটি শব্দ এতবার উচ্চারিত হয়। এটি কি দৃষ্টিকটু নয়? এদিকে ‘ভিশন ২০৩০’ ঘোষণাকালে খালেদা জিয়ার প্রায় ২ ঘণ্টাব্যাপী বক্তব্যে নিজ দলের সিনিয়র নেতাদের মধ্যেই যে বিরক্তির উদ্রেক হয় তা সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাদের অবস্থা দেখেই বোঝা গেছে। সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ বেশ ক’জনকে ঘুমাতে দেখা যায়। এ ছাড়াও বিএনপির বেশ ক’জন নেতাকে বার বার ঘড়ির দিকে তাকিয়ে মুখ ভার করে বসে থাকতে দেখা যায়। সেখানে উপস্থিত বিদেশী কূটনীতিকদের মধ্যেও বিরক্তিভাব লক্ষ্য করা গেছে।
×