ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উচ্ছেদস্থল পরিদর্শন

প্রকাশিত: ০৪:০৮, ১১ মে ২০১৭

নাটোরে ক্ষুদ্র  নৃগোষ্ঠীর  উচ্ছেদস্থল পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ মে ॥ নলডাঙ্গায় আদিবাসী পরিবার উচ্ছেদের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি। বুধবার দুপুরে উপজেলার পূর্ব মাধনগর আদিবাসী পল্লী পরিদর্শন করেন তদন্ত কমিটির প্রধান ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সাইদুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু হেনা মোস্তফা জামান ও আইন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান। এসময় বিবাদী আদিবাসী লোকজন ও মামলার বাদী বজলুর রশিদ উপস্থিত ছিলেন। ঘটনাস্থল পরিদর্শনকালে উচ্ছেদ হওয়া আদিবাসী ১৫টি পরিবার এবং বিরোধী পক্ষের লোকজন এবং স্থানীয় লোকজনের সাথে আলাদা আলাদাভাবে কথা বলেন তারা।
×