ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মনিরামপুরে পাঁচ ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

প্রকাশিত: ০৪:০৮, ১১ মে ২০১৭

মনিরামপুরে পাঁচ ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দায়িত্বে অবহেলার দায়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন। স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে বাস্তব চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করে এ নির্দেশ দিলেন তিনি। জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি ও ইচ্ছেমতো আসা-যাওয়ার অভিযোগ দেখতে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে আকস্মিক মনিরামপুর আসেন যশোরের সিভিল সার্জন গোপেন্দ্র নাথ আচার্য্য। প্রায় সাড়ে ১০টা পর্যন্ত হাসপাতালে অপেক্ষা করেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দিলীপ রায় ছাড়া কাউকে পাননি তিনি। সিভিল সার্জনের হাসপাতালে উপস্থিতির খবর পেয়ে যশোর থেকে ছুটে আসেন গাইনি কন্সালট্যান্ট ডাঃ রেবেকা সুলতানা। তার দায়িত্ব ছিল বহির্বিভাগে। একই বিভাগের দায়িত্ব ছিলÑ ডাঃ অরূপ জ্যোতি ঘোষ, ডাঃ রেহেনেওয়াজ, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মনিরুজ্জামান ও ডাঃ গৌতম কুমার ঘোষের। তবে তাদের কেউ সময়মতো অফিসে না আসায় সিভিল সার্জন নিজ হাতে তাদের অনুপস্থিতি লিখে দেন। এ ঘটনায় অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেন।
×