ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় লিচুর বাম্পার ফলন

প্রকাশিত: ০৪:০৮, ১১ মে ২০১৭

মাগুরায় লিচুর বাম্পার ফলন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১০ মে ॥ চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে। ছয় কোটি টাকার লিচু উৎপন্ন হয়েছে। গাছে গাছে ঝুলছে পাকা লিচু। গাছ থেকে লিচু পাড়ছে চাষীরা। লিচু চালান যাচ্ছে ঢাকা, বরিশালসহ বিভিন্ন জেলায়। জানা গেছে, মাগুরার ইছাখাদা, রাউতড়া, আলাইপুর, হাজরাপুর, আলাইপুর, খালিমপুর, নোয়াপাড়া, হাজীপুর, রাঘবদাইড়, নড়িহাটি ও শীবরামপুরসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে লিচুর চাষ হয়েছে। জেলায় দুই হাজারেও বেশি বাগান রয়েছে। দেশী জাতের পাশাপাশি বোম্বাই ও চায়না- তিন জাতের লিচুর বাগান গড়ে উঠেছে। বর্তমানে দেশী জাতের লিচু পাকছে। গাছে গাছে ঝুলছে পাকা লিচু। যা দেখলে সকলের মন জুড়িয়ে যায়। বাজারে ব্যাপকভাবে পাকা লিচু উঠেছে। শহরের বিভিন্ন এলাকার লিচু বিক্রি হচ্ছে। বোম্বাই ও চায়নাÑ ২ জাতের লিচু আগামী ১০ দিনের মধ্যে বাজারে আসবে। সেগুলো পাকার অপেক্ষায় রয়েছে। রং ধরেছে। দেশী লিচুর স্বাদ ভাল হওয়ায় কৃষকরা ভাল দাম পাচ্ছে। লিচু বাগানে বর্তমানে লিচু পাড়া, গুচ্ছ তৈরি ও খাচি ভর্তি করে ঢাকায় চালান দেয়া হচ্ছে। ইছাখাদা বাজার থেকে প্রতিদিন খাচা ভর্তি লিচু চালান যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। লিচুবাগানে ৫/৬ হাজার নারী-পুরুষের মৌসুমী কর্মস্থান হয়েছে। লিচু গাছ প্রহারা, গাছ পরিচর্যা করা, লিচু পাড়া, থলি করা ইত্যাদি কাজ করে জীবিকা নির্বাহ করছে। তারা দৈনিক ২শ’-৩শ’ টাকা আয় করছেন। বাজার ভরে গিয়েছে দেশী লিচুতে। প্রতি মৌসুমে জেলায় ৬ কোটি টাকার লিচু উৎপন্ন হয়। লিচু বিক্রি করে কয়েক হাজার কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়েছে। লিচু চাষে লাভ বেশি এবং বাজারজাতে সমস্যা না থাকায় জেলায় দিন দিন লিচু চাষ সম্প্রারিত হচ্ছে।
×