ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:০৭, ১১ মে ২০১৭

বগুড়ায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুরে বুধবার দুপুরে বাঙালী নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা নলডিঙ্গি পাড়ার বৃষ্টি (৬) ও ফারজানা (৭)। জানা যায় দুপুরে বৃষ্টি খেলার সাথী ফারজানাকে নিয়ে মায়ের সঙ্গে বাড়ির পাশেই বাঙালী নদীতে স্নান করতে যায়। বৃষ্টির মা তাদের রেখে নদীর তীরে রোদে কাপড় শুকানোর জন্য যান। মুহূতেই শিশুরা নদীতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে। সাতক্ষীরা স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরায় নদীর ঢেউয়ে ভেসে ৫ বছরের শিশু আছিয়া খাতুন। বুধবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের পাশ্যেখালী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মাদার নদীর আকস্মিক ঢেউয়ে তার মৃত্যু হয়। মৃত শিশু আছিয়া পাশ্যেখালী গ্রামের রুহুল আমিন গাজীর মেয়ে ও মীরগাং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান, শিশু আছিয়াসহ তার ৪-৫ জন সঙ্গী বাড়ির পাশে মাদার নদীর চরে খেলা করছিল। এ সময় আকস্মিক একটি পানির ঢেউ এসে তাদের নদীর মধ্যে নিয়ে যায়। এ সময় আছিয়ার অন্য সঙ্গীরা পানি থেকে সাঁতরে ডাঙ্গায় উঠতে পারলেও আছিয়া আর উঠতে পারেনি। গাইবান্ধা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামে পুকুরে ডুবে রিপন মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সবিজল মিয়ার ছেলে। এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে রিপন বাড়ি থেকে বের হয়ে সবার অগোচরে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে গিয়ে তলিয়ে যায়।
×