ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পরিযায়ী পাখিদের অভয়ারণ্য ঘোষণার দাবি

প্রকাশিত: ০৪:০৭, ১১ মে ২০১৭

পরিযায়ী পাখিদের অভয়ারণ্য ঘোষণার দাবি

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়ের জন্য সারিয়াকান্দির যমুনা নদীকে পাখিদের অভয়ারণ্য ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি এ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)। বিশ্ব পরিযায়ী পাখি দিবসে বুধবার তারা নগরীর প্রধান সড়কে র‌্যালি প্রদক্ষিণের পর কেন্দ্রস্থল সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করে। এবারের প্রতিপাদ্য হলো, পরিযায়ী পাখির ভবিষ্যতই আমাদের ভবিষ্যত, পাখি ও মানুষের জন্য বাসযোগ্য পৃথিবী চাই। বিবিসিএফের সভাপতি ড. এসএম ইকবাল বলেন বাংলাদেশে ৬৫০ প্রজাতির পাখির মধ্যে ৩শ’ প্রজাতির পাখি পরিযায়ী (মাইগ্রেটরি)। পরিযায়ীদের মধ্যে আট প্রজাতির পাখি গ্রীষ্মে এই দেশে থাকে শীতে চলে যায়। বাকি ২৯২ প্রজাতির পাখি শীতে এই দেশে থাকে অথবা তার আগে বা পরে স্বল্প সময়ের জন্য আসে। দেশে কোন পাখির নিরাপদ অভয়াশ্রম গড়ে তোলা যায়নি। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে পাখিরা নির্বিঘেœ ওড়াওড়ি করে। নদীর চরে এই পাখিরা শিকারির কবলে পড়ে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পাখি শিকার নিষিদ্ধ। পাখি শিকার করলে জেল জরিমানার বিধান রয়েছে। সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর সারিয়াকান্দির যমুনার চরে পরিযায়ী পাখি আসে। সেখানে পাখিরা নিরাপদ নয়। যমুনায় পাখিদের অভয়াশ্রম গড়ে তুললে প্রকৃতির ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে। সমাবেশে বক্তব্য রাখেন, ড. এসএম ইকবাল, টিপু সুলতান, দেবদুলাল দাস, জগন্নাথ রায়, প্রফেসর আশরাফুন্নেছা, শফি মাহমুদ, মিজানুর রহমান, আরাফাত রহমান, মেহেদী হাসান প্রমুখ।
×