ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই নারী শ্রমিকসহ নিহত পাঁচ

প্রকাশিত: ০৪:০৭, ১১ মে ২০১৭

দুই নারী শ্রমিকসহ নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ যশোরে রেলওয়ে ইঞ্জিন ও বাসের সংঘর্ষে নিহত হয়েছে দুই নারী শ্রমিক। লক্ষ্মীপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসা ছাত্র। এছাড়া রাজশাহীতে পৃথক ঘটনায় নিহত হয়েছে ট্রাকের হেলপার এবং আহত হয়েছে ৩০ বাসযাত্রী। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : যশোর ॥ অভয়নগরের নওয়াপাড়ায় ট্রেন ইঞ্জিনের সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নওয়াপাড়ার তালতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ক্রসিংয়ের গেটম্যান ধারে কাছে ছিলেন না বলে অভিযোগ করছেন আহত ও স্থানীয়রা। দুর্ঘটনার পর খুলনা থেকে রাজধানীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ২টার পর রেললাইন মেরামত করে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। নওয়াপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রুস্তম আলী জানান, রাতে খুলনা থেকে যশোর অভিমুখে রেলইঞ্জিন আসছিল। ওই সময় আকিজ জুট মিলস লিমিটেডের শ্রমিকবাহী বাস নওয়াপাড়া তালতলা রেলক্রসিং অতিক্রম করছিল। ট্রেন ইঞ্জিনটি ধাক্কা দেয় বাসটিকে। এতে হতাহতের ঘটনা ঘটে। অভয়নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, দুর্ঘটনায় দুই নারী শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ৩০ বাসযাত্রী। এরা সবাই কাজ শেষে জুট মিলের নিজস্ব গাড়িযোগে বাড়িতে ফিরছিলেন। নিহত দুই শ্রমিক হলেন কদবানু (৫২) ও নূরজাহান (৫০)। এই দুইজনের বাড়ি মনিরামপুর উপজেলার মনোহরপুর এলাকায়। লক্ষ্মীপুর ॥ ট্রাক্টর ও মোটর সাইকেলের সংঘর্ষে আবুল হোসেন (১৫) ও রিপন (১৫) নামে দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ মান্দারী সিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সতইল্লা সড়কে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। একই গ্রামের হোসেন আহম্মদের ছেলে রিপন। তারা দু’জনই মান্দারী ইসলামীয়া আলিম মডেল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন। ট্রাক্টর ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেলের আরোহী দুই ছাত্র গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। রাজশাহী ॥ পুঠিয়া ও তানোর পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে এ দুইটি দুর্ঘটনার ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম রাব্বি হোসেন (১৯)। সে ট্রাকের হেলপার। রাব্বি নাটোর জেলার চাঁদপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। বেলা পৌনে ১১টার দিকে পুঠিয়া সদরে ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ন্যাশনাল পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের হেলপার রাব্বি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে ৯ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যদের পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে তানোর উপজেলার চান্দুড়িয়া এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।
×