ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অহিংস সাম্য ও প্রাণিকুলের শান্তি কামনা

প্রকাশিত: ০৪:০৭, ১১ মে ২০১৭

অহিংস সাম্য ও প্রাণিকুলের শান্তি কামনা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বুধবার চট্টগ্রামে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বুদ্ধ পূর্ণিমা।’ এদিন সকালে আয়োজিত দুটি পৃথক শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন। মহামতি গৌতম বুদ্ধের বোধিলাভ ও নির্বাণের এ দিবসে অংশগ্রহণকারীরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ ও প্রাণিকুলের শান্তি কামনা করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদের উদ্যোগে চসিক কার্যালয় চত্বরে আয়োজিত হয় বৌদ্ধ ধর্মাবলম্বী সমাবেশ এবং শান্তি শোভাযাত্রা। বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে পেশাজীবী পরিষদের সভাপতি ডাঃ প্রীতি বড়ুয়া, সাধারণ সম্পাদক জয়সেন বড়ুয়া, বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি অসীম বড়ুয়া, সাধারণ সম্পাদক সুমেধ তাপষ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার থেকে শুরু হয় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত প্রধান শোভাযাত্রা। সকালে এ শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক সামসুল আরেফিন। শোভাযাত্রা ছাড়াও দিবসের কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, মোমবাতি প্রজ্বালন এবং ধর্মীয় আলোচনা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, মহাসচিব সুদীপ বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুব’র সভাপতি এ্যাডভোকেট জয়শান্ত বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, টিংকু বড়ুয়া, সঙ্গীত শিল্পী তাপস কুমার বড়ুয়া, সপু বড়ুয়া, প্রবীর বড়ুয়া, বৌদ্ধ সমিতি মহিলা শাখার সভাপতি পুরবী বড়ুয়া, সাধারণ সম্পাদক রবি বড়ুয়া প্রমুখ। রাঙ্গামাটি নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি থেকে জানান, যথাযোগ্য ধর্মীয় মর্যদায় বুধবার রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে। রাঙ্গামাটির বিভিন্ন বিহারে এই উপলক্ষে নানা ধর্মীয় কর্মসূচী পালন করা হয়েছে। ওইদিন রাজবন বিহার উপাসক উপাসিকা পরিষদের উদ্যোগে বিহার এলাকায় একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়েছে। রাজবন বিহার উপাসক উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান ধর্মীয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন। পরে বিহারে বিশেষ ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, পি-দান, অষ্ট প্রহর ও হাজার বাতি প্রজ্বালন করা হয়েছে। কলাপাড়া নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, বৈশাখী পূর্ণিমার দিন বুধবারে বুদ্ধ ধর্মের অনুসারী রাখাইনরা যথাযথ ভাব-গাম্ভীর্য পরিবেশে কলাপাড়ায় বিভিন্ন ধর্মীয় আচারাদি পালন করে। সকালে বোধীবৃক্ষের শিকড়ে পবিত্র জল দিয়ে ধৌত করা হয়। কলাপাড়ার নয়াপাড়ায় এ অনুষ্ঠান পালিত হয়। সেখানে পটুয়াখালী ও বরগুনার বৌদ্ধভিক্ষুসহ রাখাইনদের সমাবেশ ঘটে। দিনভর গৌতম বুদ্ধের আদর্শের বাণী পাঠ করে শোনানো হয়। বৌদ্ধ বিহারে ধর্মীয় আচরাদি পালিত হয়। বুদ্ধ পূজা করা হয় এ দিনে। দিনভর বিভিন্ন ধর্মীয় আচারাদির মধ্য দিয়ে রাখাইনরা এ দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
×