ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিন লাখ টাকা দাবিতে প্রবাসীকে পুলিশের নির্যাতন

প্রকাশিত: ০৪:০৬, ১১ মে ২০১৭

তিন লাখ টাকা দাবিতে প্রবাসীকে পুলিশের নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তিন লাখ টাকা ঘুষের দাবিতে প্রবাসীকে আটকের পর অমানুষিক নির্যাতনসহ ডান হাত ভেঙ্গে দিয়েছে গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন। গুরুতর আহত প্রবাসী মনির সরদারকে মুমূর্ষু অবস্থায় মঙ্গলবার গভীর রাতে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধ্বার দুপুরে অভিযুক্ত দারোগা মহিউদ্দিনকে ক্লোজড করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর তিনটায় গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মহিউদ্দিন ভূরঘাটা এলাকা থেকে মনির সরদারকে গ্রেফতার করেন। খাঞ্জাপুর গ্রামের কাতার প্রবাসী মনির সরদারের বাবা মোসলেম সরদার অভিযোগ করেন, ১৫/২০দিন আগে তার ছেলে মনির ছুটিতে বাড়িতে আসার কয়েকদিন পর থানার দারোগা মহিউদ্দিন তাদের বাড়িতে গিয়ে মনিরের নামে থানায় ওয়ারেন্ট আছে বলে তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে কোন মামলায় ওয়ারেন্ট হয়েছে এ বিষয়ে জানতে চাইলে দারোগা মহিউদ্দিন পুরো বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তাদের কাছে তিন লাখ টাকা দাবি করেন। মোসলেম সরদার আরও অভিযোগ করেন, দারোগা মহিউদ্দিনের দাবিকৃত ঘুষের তিন লাখ টাকা না দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে গ্রেফতার করে অমানুষিক নির্যাতন করে। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বৃদ্ধ মোসলেম অঝর কান্নায় ভেঙ্গে পড়েন। কাঁদতে কাঁদতে তিনি জানান, নির্যাতনের একপর্যায়ে প্লাস দিয়ে তার ছেলে মনিরের হাতের আঙ্গুল চেপে রক্ত বের করা হয়। এছাড়া ডান হাত ভেঙ্গে দেয়া হয়েছে। গৌরনদী উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলম মির্জা বলেন, মঙ্গলবার গভীর রাতে থানার এএসআই মহিউদ্দিন মনির নামের এক রোগীকে নিয়ে এসে বলেন, গণপিটুনিতে সে (মনির) আহত হয়েছে। ওই চিকিৎসক আরও বলেন, গুরুতর আহত মনিরকে হাসপাতালে ভর্তি করার দশ মিনিট পর পুলিশ তাকে বরিশাল পাঠনোর কথা বলে হাসপাতাল থেকে নিয়ে যায়। মনিরের শরীরের বিভিন্নস্থানে ক্ষতসহ ডান হাত ভাঙ্গা ছিল বলেও চিকিৎসক মাহবুব আলম মির্জা উল্লেখ করেন। এএসআই মোঃ মহিউদ্দিন টাকা দাবি ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রেফতারের সময় ধস্তাধস্তিতে মনির হাতে ব্যথা পেয়েছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি ফিরোজ কবির বলেন, তিন লাখ টাকা ঘুষ দাবির অভিযোগের সত্যতা নেই। বিষয়টি রাতেই পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান বলেন, এএসআই মহিউদ্দিনের বিরুদ্ধে ঘুষ দাবি ও নির্যাতনের অভিযোগ ওঠায় প্রাথমিকভাবে বুধবার দুপুরে তাকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইনে আনা হয়েছে। অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
×