ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিখোঁজ কমলের সন্ধান দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৬, ১১ মে ২০১৭

নিখোঁজ কমলের  সন্ধান দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে নিখোঁজ কমল দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তন্তর ইউনিয়নের রুসদী গ্রামের লোকজন এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। ঢাকা-শ্রীনগর-নওপাড়া সড়কের রুসদী উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে একাধিক ইউপি সদস্যসহ বিভিন্ন বয়সের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। তারা নিখোঁজ দোকান কর্মচারী কমল দাসের সন্ধান দাবি করেন। এ সময় কমল দাসের শোকার্ত মায়ের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত কেউ তখন চোখে পানি ধরে রাখতে পারেননি। রুসদী গ্রামের কমলের বাবা গোপাল দাস জানান, ঢাকার সদরঘাটের লাকী এন্টারপ্রাইজে কাজ করত কমল। সেখান থেকে নিখোঁজ হয় কমল। ঢাকার সদরঘাটের লাকী এন্টারপ্রাইজে কর্মচারী হিসেবে ১২ বছর ধরে কাজ করে আসছিল। ৬ মাস আগে সে দোকানের মালিক দেলোয়ার শিকদারের দোকানে কাজ করতে অস্বীকৃতি জানায়। এতে দেলোয়ার শিকদার ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে দুজনের মধ্যে মাঝে মাঝে কথা-কাটাকাটি হতো। গত ৯ মার্চ কমল দোকান থেকে নিখোঁজ হয়। দুইদিন পর দেলোয়ার কমলের বাড়িতে ফোন করে জানায় তাকে পাওয়া যাচ্ছে না।
×