ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ক্ষুরা রোগে ১৬ গরুর মৃত্যু ॥ আক্রান্ত ১০০

প্রকাশিত: ০৪:০৬, ১১ মে ২০১৭

নেত্রকোনায় ক্ষুরা রোগে ১৬ গরুর মৃত্যু ॥ আক্রান্ত ১০০

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১০ মে ॥ কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ব্যাপক হারে গরুর ক্ষুরা রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ১৬ গরুর মৃত্যু এবং শতাধিক গরু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, লেংগুড়া ইউনিয়নের রাজনগর, শিবপুর, জয়নগর ও দিঘিরপাড়াসহ আশপাশের গ্রামগুলোতে কয়েকদিন আগে ক্ষুরা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে প্রতিদিনই নতুন নতুন গরু আক্রান্ত হচ্ছে। গত কয়েকদিনে এসব গ্রামের ১৬ গরুর মৃত্যু এবং শতাধিক গরু আক্রান্ত হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। রাজনগর গ্রামের কৃষক রেনু মিয়া জানান, তার চার গরুর প্রত্যেকটিই আক্রান্ত হয়েছে। এর মধ্যে একটি মারা গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খুরশিদ দেলোয়ার জানান, সীমান্তবর্তী ওই এলাকায় ভারত থেকে প্রচুর গরু আমদানি করা হচ্ছে। অনেকে ভারতীয় গরু আর দেশীয় গরু একসঙ্গে রাখছেন। এ কারণেই ভারতীয় গরু থেকে ছোঁয়াচে এ রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর চন্দ্র বসাক সাংবাদিকদের জানান, আক্রান্ত গরুর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের জন্য সুস্থ গরুকেও ভ্যাকসিন দেয়ার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
×