ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ষাঁড়ের লড়াই নিয়ে হামলা ॥ নিহত এক

প্রকাশিত: ০৪:০৪, ১১ মে ২০১৭

ষাঁড়ের লড়াই নিয়ে হামলা ॥ নিহত এক

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১০ মে ॥ ষাড়ের লড়াই সৃষ্টি ও বাধা প্রদান করার জের ধরে বুধবার হবিগঞ্জের বিবিয়ানা বাজারে সশস্ত্র দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় সুজাত মিয়া (১৫) নামে স্কুলছাত্র নিহত ও আহত হয়েছে একই পরিবারের আরও চার সদস্য। সুজাত ওই উপজেলাধীন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। গুরুতর আহত চারজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করার পুলিশ। পুলিশ জানায়, সোমবার ওই এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে বেঁধে রাখা একটি ষাড়ের সঙ্গে আরেকটি ষাড় দিয়ে লড়াইয়ে নামিয়ে দেয়। এ খবর পেয়ে বেঁধে রাখা ষাড়ের মালিক ফয়জুল্লাহর লোকজন ছেলেটিকে এ কাজে বাঁধা এ নিয়ে বাগবিত-া ও হাতাহাতির ঘটনাও ঘটে। এরই জের ধরে ফয়জুল্লাহর ওপর হামলে পড়ে খালেকের লোকজন। একপর্যায়ে ফয়জুল্লাহকে বেধড়ক মারধর করে। এতে স্কুলছাত্র সুজাতসহ একই পরিবারের আরও ৪ জন গুরুতর আহত হন। লোকজন সুজাতকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×