ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষতিপূরণ দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৪:০৪, ১১ মে ২০১৭

ক্ষতিপূরণ দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১০ মে ॥ জেলার হাওড়াঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত জিরাতি কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে কিশোরগঞ্জে কৃষক-বর্গচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের রঙমহল চত্বরে জেলা কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতি আয়োজিত সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও শত শত ক্ষতিগ্রস্ত কৃষকরা অংশ নেয়। জেলা কৃষক সমিতির সভাপতি ডাঃ এনামুল হক ইদ্রিসের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন চন্দন ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা। এছাড়াও বক্তৃতা করেন জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, জেলা সিপিবি নেতা আবুল হাসেম, মুক্তিযোদ্ধা নূরুল হক প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, জেলার বিভিন্ন এলাকার হাজার হাজার জিরাতি কৃষক হাওড়াঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অথচ সরকার তাদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিচ্ছে না। সমাবেশে কৃষকদের কৃষি ঋণ মওকুফ করাসহ নদী পুনঃখনন ও বেড়িবাঁধ প্রকেল্পর টাকা লুটপাটকারী ও পাউবো’র দায়ীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়। সমাবেশ শেষে বিক্ষুব্ধরা জেলা শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে হাওড়সহ আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণাসহ পাঁচ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়।
×