ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পণ্যের দাম বৃদ্ধি ॥ ক্রেতারা হতাশ

প্রকাশিত: ০৪:০৪, ১১ মে ২০১৭

রাজশাহীতে পণ্যের দাম বৃদ্ধি ॥ ক্রেতারা হতাশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কাঁচা বাজারে হঠাৎই তরিতরকারির দামে তেজিভাব দেখা দিয়েছে। রোজা সামনে রেখে পবিত্র শব-ই-বরাতের আগের দিন বুধবার রাজশাহীর বাজারে গিয়ে নিত্যপনেণ্যর দামে হতাশ হয়েছেন ক্রেতারা। বাজারে হঠাৎই বেড়েছে সব ধরনের পণ্যের দাম। চিনি ও ছোলার ডাল কেজিপ্রতি তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। এসবের পাশাপাশি রোজার মাসে অন্যতম খাবার খেজুরের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। এছাড়া মসুরসহ সব ধরনের সবজির দাম বেড়েছে একদিনের ব্যবধানে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত। বুধবার নগরীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। নগরীর সাহেববাজার, শালবাগান, নিউমার্কেট কাঁচাবাজার, লক্ষ্মীপুর ও হড়গ্রাম কোর্ট বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৮ টাকা দরে। একদিন আগেও যার দাম ছিল ৬৬ টাকা । চিনির মূল্য কেজিতে বেড়েছে দুই টাকা। ছোলা ৮৮ টাকা দরে বিক্রি হচ্ছে। যা আগেরদিন ছিল ৮৫ টাকা। এছাড়াও প্রতি কেজি কিশমিশ বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৮০ টাকা দরে। কয়েকদিন আগেও প্রতি কেজি বিক্রি হয় ৩২০ থেকে ৩৩০ টাকা দরে। কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। খেজুর বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি। আগেরদিন এর দাম ছিল ২৬০ টাকা। খেজুরের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা।
×